ঢাকা, মঙ্গলবার, ১৭ ভাদ্র ১৪৩২, ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৯ রবিউল আউয়াল ১৪৪৭

ক্রিকেট

অক্টোবরের প্রথম সপ্তাহেই বিসিবির নির্বাচন

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৩০, সেপ্টেম্বর ১, ২০২৫
অক্টোবরের প্রথম সপ্তাহেই বিসিবির নির্বাচন ছবি: সংগৃহীত

সিলেটে বাংলাদেশ-নেদারল্যান্ডস টি-টোয়েন্টি সিরিজ চলছে। এরই ফাঁকে আজ এক পাঁচতারকা হোটেলে অনুষ্ঠিত হলো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গুরুত্বপূর্ণ সভা।

দুপুর ২টা থেকে চলা এই সভায় নেওয়া হয়েছে বিসিবি নির্বাচনের রোডম্যাপসহ একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত।  

সভা শেষে বিসিবির সহসভাপতি নাজমুল আবেদীন ফাহিম জানান, ‘অক্টোবরের প্রথম সপ্তাহেই হবে বিসিবির নির্বাচন। দু-তিন দিনের মধ্যেই তিন সদস্যের নির্বাচন কমিশন গঠন করা হবে এবং কমিশন বসার পরই আনুষ্ঠানিকভাবে ভোটের দিন ঘোষণা করা হবে। কমিশন গঠনের দায়িত্ব থাকবে বোর্ড সভাপতির হাতে। ’

সভায় শুধু নির্বাচন নয়, ক্রিকেটের সার্বিক উন্নয়ন নিয়েও নানান সিদ্ধান্ত নেওয়া হয়। আইসিসির বিখ্যাত আম্পায়ার সায়মন টফেলকে দুই বছরের চুক্তিতে আনা হচ্ছে বিসিবিতে। তিনি আম্পায়ার ও ম্যাচ অফিসিয়ালদের প্রশিক্ষণ, গ্রেডিং এবং টেকনিক্যাল কোর্স পরিচালনা করবেন। এ বিষয়ে ফাহিম বলেন, ‘এই সময়ে আমরা অনেক কিছু শিখব, পরে নিজেরাই তা পরিচালনা করতে পারব। ’ 

এছাড়া বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আয়োজক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে ক্রীড়া বিপণন প্রতিষ্ঠান আইএমজিকে। বোর্ডের আশা, আইএমজির অভিজ্ঞতায় টুর্নামেন্ট আবারও আন্তর্জাতিক মানে ফিরে আসবে।  

কোচিং ও ব্যাটিং উন্নয়নে নতুন কর্মসূচি হাতে নিয়েছে বিসিবি। প্রথমবারের মতো দেশে অনুষ্ঠিত হবে তিন দিনের ব্যাটিং বিশেষজ্ঞ ক্যাম্প। এখানে অংশ নেবেন জুনিয়র থেকে এলিট পর্যায়ের কোচরা। পাশাপাশি সেপ্টেম্বরেই দীর্ঘ ১৬ বছর পর চালু হতে যাচ্ছে লেভেল থ্রি কোচিং কোর্স। এবার এটি আয়োজিত হবে বিসিবির সরাসরি ব্যবস্থাপনায়।  

এছাড়া, বিপিএলের ফিক্সিং তদন্ত প্রতিবেদন নিয়ে গঠিত হয়েছে নতুন চার সদস্যের কমিটি। আগের ফ্যাক্ট-ফাইন্ডিং কমিটির রিপোর্ট পর্যালোচনা করে এই কমিটি আইনি কাঠামোর আলোকে বিসিবির করণীয় ঠিক করবে।  

সব মিলিয়ে অক্টোবরের নির্বাচন সামনে রেখে মাঠের ভেতরে ও বাইরে ক্রিকেটের উন্নয়ন, বিপিএলের মানোন্নয়ন এবং কোচিং কাঠামোতে বড় পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে বিসিবি।

এফবি/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।