ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

মেলবোর্ন টেস্ট চলাকালীন আম্পায়ার লিফটে আটকা, বন্ধ থাকল ম্যাচ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৩ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২৩
মেলবোর্ন টেস্ট চলাকালীন আম্পায়ার লিফটে আটকা, বন্ধ থাকল ম্যাচ

নানা কারণেই ক্রিকেট ম্যাচ থমকে যেতে পারে। কখনও এর পেছনে কারণ থাকে কারও অসুস্থতা, কখনও বৃষ্টি কিংবা আলোকসল্পতা।

কিন্তু মেলবোর্ন টেস্টে এবার খেলা বন্ধ থাকল সম্পূর্ণ ভিন্ন কারণে। কারণটা হলো, আম্পায়ারের লিফটে আটকে যাওয়া! আম্পায়ার লিফটে আটকে থাকার কারণে বেশি কিছুক্ষণ বন্ধ ছিল অস্ট্রেলিয়া ও পাকিস্তানের মধ্যকার ম্যাচ।

আজ বৃহস্পতিবার টেস্টের তৃতীয় দিন মধ্যাহ্নভোজের বিরতির পর ঘটনাটি ঘটেছে। দুই দলের খেলোয়াড় ও আম্পায়াররা মাঠে নামলেও থার্ড আম্পয়ার লিফটে আটকা পড়ায় বেশ কিছুক্ষণ বন্ধ ছিল খেলা।  

অস্ট্রেলিয়াকে প্রথম ইনিংসে ৩১৮ রানে থামিয়ে দেওয়ার পর ব্যাটিংটা ভালো হয়নি পাকিস্তানেরও। মেলবোর্ন টেস্টের তৃতীয় দিনে আজ ২৬৪ রানে অলআউট হয়ে গেছে শান মাসুদের দল। ৫৪ রানে এগিয়ে থেকে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে মধ্যাহ্ন বিরতির আগে স্কোরবোর্ডে ৬ রান যোগ করতেই ২ উইকেট হারিয়ে ফেলে অস্ট্রেলিয়া। বিরতি শেষে দুই দলের খেলোয়াড় ও আম্পায়াররা মাঠে নামার পরই দেখা দেয় বিপত্তি। অনফিল্ড দুই আম্পায়ার মাঠে হাজির থাকলেও থার্ড আম্পায়ার রিচার্ড ইলিংওয়ার্থ কোথাও নেই!

পরে অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম এবিসি নিউজ ম্যাচের লাইভ ধারা বিবরণীতে জানায়, তৃতীয় আম্পায়ার রিচার্ড ইলিংওয়ার্থ লিফটে আটকে পড়ায় খেলা শুরু হতে দেরি হচ্ছে। ইলিংওয়ার্থ সময়মতো তৃতীয় আম্পায়ারের কামরায় গিয়ে বসতে পারেননি। অগত্যা রিজার্ভ আম্পায়ার ফিলিপ গিলেসপিকে বাউন্ডারি লাইন থেকে দৌড়ে গিয়ে তৃতীয় আম্পায়ারের কামরায় বসতে হয়েছে। এরপর খেলা যথারীতি শুরু হয়। ততক্ষণে নির্ধারিত সময় থেকে বেশ কয়েক মিনিট দেরি হয়ে গেছে।

ধারাভাষ্যকার মাইকেল ভন বলেন, ‘অদ্ভুত কারণে খেলা বন্ধ হওয়ার ব্যাপারে ক্রিকেট বরাবর প্রথম স্থানেই থাকবে। ’ আরেক ধারাভাষ্যকার ওয়াসিম আকরাম বলেছেন, ‘এই ঘটনা অতীতে কোনো দিন তিনি দেখেননি। এর পরেই দু’জনে হাসিতে ফেটে পড়েন। ভনের পাল্টা প্রশ্ন, ‘আপনারা কখনও এ রকম অদ্ভুত কারণে খেলা বন্ধ হতে দেখেছেন?’ ওয়াসিম আকরাম তখন মাথা নাড়িয়ে উত্তর দিলেন ‘না’!

বাংলাদেশ সময়: ১২৫২ ঘণ্টা, ‍ডিসেম্বর ২৮, ২০২৩
এআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।