ঢাকা, সোমবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৯ মে ২০২৫, ২১ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

গুরবাজের তাণ্ডবে আফগানিস্তানের জয়

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:১৬, ডিসেম্বর ৩০, ২০২৩
গুরবাজের তাণ্ডবে আফগানিস্তানের জয়

বিস্ফোরক ব্যাটিংয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নিজের প্রথম সেঞ্চুরি তুলে নিলেন রহমানউল্লাহ গুরবাজ। আর তাতে ভর করে সংযুক্ত আমিরাতকে সহজেই হারাল আফগানিস্তান।

শারজাহতে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে গতকাল স্বাগতিকদের ৭২ রানে হারিয়েছে আফগানরা। আগে ব্যাট করে ২০ ওভারে ২০৩ রানের সংগ্রহ দাঁড় করায় সফরকারীরা। শুরু থেকেই ব্যাট হাতে প্রতিপক্ষ বোলারদের ওপর তাণ্ডব চালিয়ে সেঞ্চুরি তুলে নেন গুরবাজ। ৫২ বলে ১০০ রানের ইনিংসটি এই আফগান ওপেনার সাজান ৭টি করে চার ও ছক্কায়।

আফগানিস্তানের আরেক ওপেনার হজরতউল্লাহ জাজাই মাত্র ১৩ রান করে বিদায় নেন। এরপরই অধিনায়ক ইব্রাহীম জাদরানের সঙ্গে ১৩৭ রানের জুটি গড়েন গুরবাজ। জাদরানের ব্যাট থেকে আসে ৪টি চার ও ২টি ছক্কায় সাজানো ৪৩ বলে ৫৯ রানের ইনিংস। এছাড়া শেষদিকে ৮ বলে ১৯* রানের ছোট ক্যামিও ইনিংস খেলেন আজমতউল্লাহ।

জবাবে ৬ রান তুলতেই দুই ওপেনারের উইকেট হারায় সংযুক্ত আরব আমিরাত। এরপর ২৩ রানে হারায় তৃতীয় উইকেট। তবে স্রোতের বিপরীতে হাল ধরেছিলেন বৃত্ত অরবিন্দ। তবে ৬৪ বলে তার অপরাজিত ৭০ রানের ইনিংস শুধু পরাজয়ের ব্যবধানটাই কমিয়েছে। এছাড়া শেষদিকে ২৫ বলে ২০* রানের ইনিংস খেলেন তানিশ সুরি।

বাংলাদেশ সময়: ১১১৬ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০২৩
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।