ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

খাজার সাহসের প্রশংসায় অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৬ ঘণ্টা, জানুয়ারি ২, ২০২৪
খাজার সাহসের প্রশংসায় অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে অজি ক্রিকেটাররা

পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম দুই টেস্টে ফিলিস্তিনের প্রতি সংহতি জানাতে চেয়েছিলেন অজি ওপেনার উসমান খাজা। কিন্তু প্রতিবারই ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসির বাধার মুখে পড়তে হয়েছে তাকে।

তবে তিনি যে সাহস দেখিয়েছেন তাতে মুগ্ধ হয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানেসি।

গতকাল নতুন বছরের প্রথম দিনে দুই দলের ক্রিকেটারদের নিজ বাসভবনে আমন্ত্রণ জানান অ্যালবানেসি। অভ্যর্থনার এক পর্যায়ে খাজার প্রশংসা করে তিনি বলেন, 'আমি উসমান খাজাকে শুভেচ্ছা জানাতে চাই কারণ তিনি সাধারণ মানুষের পাশে রয়েছেন, নিরীহ মানুষের পাশে রয়েছেন। আমি খাজার সিদ্ধান্তকে সম্মান করি। মানবিক মূল্যবোধের স্বার্থে যে সাহস দেখিয়েছে তার জন্য তাকে অভিনন্দন জানাই। '

পার্থে প্রথম টেস্টে জুতায় ‘সব জীবন সমান’ ও ‘স্বাধীনতা মানুষের অধিকার’ লিখে নামতে চেয়েছিলেন খাজা। মূলত ফিলিস্তিনের গাজায় হওয়া নির্যাতনের প্রতিবাদ জানাতেই এটি করতে চেয়েছিলেন তিনি। কিন্তু শেষ অবধি আইসিসির বাধার কারণে পারেননি।  

এরপর কালো আর্মব্যান্ড পরে মাঠে নেমেছিলেন খাজা। এটি অবশ্য এমনিতে নিয়মিত ঘটনাই ক্রিকেটে। কোনো আন্তর্জাতিক ক্রিকেটার, তাদের পরিবারের সদস্য ও নির্দিষ্ট কোনো ঘটনায় কালো আর্মব্যান্ড পরে মাঠে নামেন ক্রিকেটাররা। কিন্তু এজন্য আগে থেকে আইসিসির অনুমতি নিতে হয়। এজন্য আইসিসি তাকে ভর্ৎসনা করে।  

খাজা অবশ্য দমে যাওয়ার পাত্র নন। বক্সিং ডে টেস্টের আগে অনুশীলনে শান্তির প্রতীক পায়রার স্টিকার লাগিয়েছিলেন তিনি। কিন্তু সেখানেও বাধা দেয় আইসিসি। তবে খাজা তার দলের অধিনায়ক প্যাট কামিন্সের সমর্থন পেয়েছেন।

খাজা অবশ্য বারবার বলেছেন যে, তিনি কোনো রাজনৈতিক বার্তা দিচ্ছেন না। কিন্তু আইসিসি তার প্রতি পদক্ষেপেই বাধা দিয়েছে। যে কারণে এবার পায়ে দুই মেয়ের নাম লিখে মাঠে নেমে ভিন্নরকম প্রতিবাদ করলেন তিনি।

বাংলাদেশ সময়: ১৫১৩ ঘণ্টা, জানুয়ারি ২, ২০২৪
এএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।