ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

এক লাখ টাকা করে বোনাস পাচ্ছেন এশিয়া কাপজয়ী যুবারা

স্টাফ করেসপন্ডেন্ট (স্পোর্টস) | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১১ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০২৪
এক লাখ টাকা করে বোনাস পাচ্ছেন এশিয়া কাপজয়ী যুবারা সংগৃহীত ছবি

কয়েকদিন আগে প্রথমবারের মতো অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ জয় করে আসে বাংলাদেশ। আগামী ৭ জানুয়ারি যুব বিশ্বকাপও খেলতে যাবে তারা।

এর আগে একটি সুসংবাদই পেয়েছেন দলের ক্রিকেটার ও কোচিং স্টাফের সদস্যরা।  

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ স্কোয়াডের সব ক্রিকেটার বোনাস হিসেবে পাচ্ছেন এক লাখ টাকা করে। এছাড়া কোচিং স্টাফের সদস্যরা পাবেন ৫০ হাজার টাকা।  

বুধবার  মুঠোফোনে বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন দলের ম্যানেজার সানোয়ার হোসেন।

১৭ ডিসেম্বরে সংযুক্ত আরব আমিরাতে হওয়া এশিয়া কাপ ফাইনালে স্বাগতিকদের ১৯৭ রানের ব্যবধানে হারায় বাংলাদেশ দল। এর আগে তারা ভারতকে হারিয়ে ফাইনালে উঠে। এবার সেই পুরস্কারই পাচ্ছেন ক্রিকেটার ও কোচিং স্টাফের সদস্যরা।  

গত সোমবার বিশ্বকাপের জন্য দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এরপর থেকে মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন করছেন ক্রিকেটাররা। ৭ জানুয়ারি দক্ষিণ আফ্রিকার বিমান ধরবেন তারা। ১৯ জানুয়ারি পর্দা উঠবে বিশ্বকাপের, পরদিন ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে শিরোপা পুনরুদ্ধারের লড়াই।  

বাংলাদেশ সময়: ১৬০৯ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০২৪
এমএইচবি/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।