ঢাকা, মঙ্গলবার, ২৫ ফাল্গুন ১৪৩১, ১১ মার্চ ২০২৫, ১০ রমজান ১৪৪৬

ক্রিকেট

জাতীয় দলের সঙ্গে যোগ দিলেন মুশফিক-তানজিদ

স্টাফ করেসপন্ডেন্ট (স্পোর্টস) | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৬ ঘণ্টা, মার্চ ৭, ২০২৪
জাতীয় দলের সঙ্গে যোগ দিলেন মুশফিক-তানজিদ

প্রথম ম্যাচ হেরে গেলেও দ্বিতীয় টি-টোয়েন্টিতে জিতে এখন কিছুটা স্বস্তিতে আছে বাংলাদেশ। এখনও তাদের সামনে আছে সিরিজ জেতার সুযোগ।

দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচের পরদিন বৃহস্পতিবার অনুশীলন করেনি শ্রীলঙ্কা। তবে ঐচ্ছিক অনুশীলনে মাঠে এসেছেন বাংলাদেশ দলের বেশ কয়েকজন ক্রিকেটার।

টি-টোয়েন্টি দলে থাকা নাজমুল হোসেন শান্ত, সৌম্য সরকার, তানজিম হাসান সাকিব, মোহাম্মদ নাঈম শেখ, তাইজুল ইসলাম, এনামুল হক বিজয় মাঠে এসেছেন। নেটে দেখা গেছে মুশফিকুর রহিমকে। তাকে বোলিং করেছেন মেহেদী হাসান মিরাজ। তারা আছেন কেবল ওয়ানডে দলে।

চট্টগ্রামে ১৩ মার্চ প্রথম ওয়ানডে দিয়ে শুরু হবে তিন ম্যাচের সিরিজ। মুশফিক-মিরাজ ছাড়াও ওয়ানডে স্কোয়াডের ওপেনার তানজিদ হাসান তামিম টি-টোয়েন্টি দলের সঙ্গে আজ অনুশীলনে যোগ দিয়েছেন। অনুশীলনে ব্যাটিং করার সময় কোমরে আঘাত পেয়েছেন ব্যাটার নাঈম শেখ, যদিও প্রথম দুই টি-টোয়েন্টির একাদশে ছিলেন না তিনি।  

বাংলাদেশ সময়: ১৯২৬ ঘণ্টা, মার্চ ০৭, ২০২৪
এমএইচবি/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।