ঢাকা, রবিবার, ৩০ ভাদ্র ১৪৩২, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ২১ রবিউল আউয়াল ১৪৪৭

ক্রিকেট

এনসিএল: বৃষ্টিতে ভেসে গেল সিলেট-রংপুর ম্যাচ, জয় দিয়ে শুরু ঢাকার

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:২৮, সেপ্টেম্বর ১৪, ২০২৫
এনসিএল: বৃষ্টিতে ভেসে গেল সিলেট-রংপুর ম্যাচ, জয় দিয়ে শুরু ঢাকার সংগৃহীত ছবি

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক এনসিএল টি-টোয়েন্টি ক্রিকেটের দ্বিতীয় আসরের মাঠের লড়াই শুরু হলো আজ (রোববার)। তবে উদ্বোধনী দিনে দুটি ম্যাচের মধ্যে একটি ম্যাচ পরিত্যক্ত এবং অন্যটি নেমে আসে পাঁচ ওভারে।

রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে মুখোমুখি হয় রাজশাহী বিভাগ ও ঢাকা মেট্রো। বৃষ্টির কারণে প্রায় তিন ঘণ্টা বিলম্বে শুরু হওয়া ম্যাচটি পরবর্তীতে পাঁচ ওভারে নামিয়ে আনা হয়। টসে জিতে বোলিং নেয় ঢাকা মেট্রো।

প্রথমে ব্যাট করে রাজশাহী। সাব্বির রহমান ঝোড়ো ১৫ বলে ৩৩ রান করেন, যার ওপর ভর করে দলটি পায় ৬০ রানের লড়াইযোগ্য সংগ্রহ। তবে রান তাড়ায় দুর্দান্ত ব্যাটিং করেন ঢাকা মেট্রোর মাহফিজুল ইসলাম রবিন।  

শেষ ৬ বলে যখন ১০ রান দরকার, তখন রাজশাহীর বোলার নাহিদ রানা’র বিপক্ষে পরপর দুই বলে দুটি চার হাঁকিয়ে সমীকরণ সহজ করে দেন রবিন। পরের বলে নেন দুই রান, আর তাতেই জয় পায় ঢাকা মেট্রো। ১২ বলে ৩০ রানের অপরাজিত ইনিংসে তিনি হয়ে ওঠেন দলের নায়ক। মাত্র ২৭ বল বাকি থাকতেই ম্যাচ জিতে নেয় ঢাকা।

অন্যদিকে, বগুড়ায় সিলেট ও রংপুর বিভাগের ম্যাচটি বৃষ্টির কারণে কোনো বল মাঠে না গড়িয়ে পরিত্যক্ত ঘোষণা করা হয়।

উল্লেখ্য, প্রথম আসরের সব ম্যাচ হয়েছিল সিলেটে। তবে দ্বিতীয় আসরে ভেন্যু হিসেবে যুক্ত হয়েছে রাজশাহী ও বগুড়া। এখানেই হবে প্রথম দুই রাউন্ড, এরপর নকআউট পর্ব গড়াবে সিলেটে। টুর্নামেন্টে অংশ নিচ্ছে সাত বিভাগ ও ঢাকা মেট্রো। শুধুমাত্র স্থানীয় খেলোয়াড়রাই খেলছেন এবারের আসরেও।

গ্রুপ পর্ব শেষে শীর্ষ চার দল যাবে নকআউটে। সিলেটে ৩০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে এলিমিনেটর ও কোয়ালিফায়ার, আর ফাইনাল হবে ৩ অক্টোবর সন্ধ্যা ৫টায়।

এআর/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।