ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

তৃতীয় ওয়ানডে থেকে ছিটকে গেলেন তানজিম

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০২ ঘণ্টা, মার্চ ১৭, ২০২৪
তৃতীয় ওয়ানডে থেকে ছিটকে গেলেন তানজিম

প্রথম দুই ম্যাচে নিয়েছিলেন চার উইকেট। দলের হয়ে গুরুত্বপূর্ণ সময়েই উইকেট এনে দিচ্ছিলেন তিনি।

তবে বাংলাদেশ দলের জন্য দুঃসংবাদ। শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ওয়ানডে থেকে হ্যামস্ট্রিংয়ের চোটে ছিটকে গেছেন তানজিম হাসান সাকিব।

তানজিমের ছিটকে যাওয়ার বিষয়টি নিশ্চিত করে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু বলেন, 'ফিজিও আমাদের জানিয়েছেন, তানজিম খেলতে পারবে না। তার জায়গায় আমরা কাউকে নিতে পারি কি না চিন্তা করছি। কারণ, আগামীকাল আবার সকালে যদি (অন্য কারও) কিছু হয়। '

আজ রোববার দলীয় অনুশীলন করতে গিয়ে পেশিতে চোট পান তানজিম। স্ক্যান করে জানা যায়, তৃতীয় ওয়ানডে থেকে ছিটকে পড়েছেন তিনি। সিরিজের প্রথম ওয়ানডেতে দারুণ বোলিং করেছেন ডানহাতি এই পেসার। ৪৪ রান খরচ করে নেন ৩ উইকেট। দ্বিতীয় ওয়ানডেতে ১০ ওভার বল করে ৬৫ রান দিয়ে পান ১ উইকেট।

তানজিম না থাকায় আগামীকাল তৃতীয় ওয়ানডেতে একাদশে সুযোগ পেতে পারেন মোস্তাফিজুর রহমান।

বাংলাদেশ সময়: ১৪০২ ঘণ্টা, মার্চ ১৭, ২০২৪

এএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।