ঢাকা, মঙ্গলবার, ৩১ ভাদ্র ১৪৩২, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ২৩ রবিউল আউয়াল ১৪৪৭

ক্রিকেট

শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের আশা দেখিয়েও হার হংকংয়ের

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:৩৬, সেপ্টেম্বর ১৬, ২০২৫
শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের আশা দেখিয়েও হার হংকংয়ের ছবি: সংগৃহীত

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এশিয়া কাপের গ্রুপ পর্বে ফেভারিট শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছিল হংকং। অপ্রত্যাশিতভাবেই দুর্বল দলটি দুর্দান্ত লড়াই করেছে।

শেষ হাসি অবশ্য হেসেছে লঙ্কানরা, ৭ বল হাতে রেখে ৪ উইকেটের জয় পেয়েছে তারা।

হংকংয়ের দেওয়া ১৫০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমেই চাপে পড়ে শ্রীলঙ্কা। কুশাল মেন্ডিস অল্পতেই বিদায় নেন। এক প্রান্তে লড়ে যান ওপেনার পাথুম নিশাঙ্কা।  তবে অপর প্রান্তে দেখা যায় উইকেট পতনের মিছিল। একে একে ফিরতে থাকেন কামিল মিশারা (১৯), কুশাল পেরেরা (২০), চারিথ আসালাঙ্কা (২), কামিন্দু মেন্ডিস (৫)। তবে নিশাঙ্কার ব্যাটে আসে স্বস্তির শ্বাস। তার ৪৪ বলে ৬৮ রানের দাপুটে ইনিংস জয়ের ভিত গড়ে দেয় লঙ্কানদের।

শেষদিকে ওয়ানিন্দু হাসারাঙ্গার মাত্র ৯ বলে অপরাজিত ২০ রানের ক্যামিও ম্যাচটিকে নিয়ে যায় লঙ্কানদের দিকে, জয় আসে ১৮.৫ ওভারে।

এর আগে টস হেরে ব্যাট করতে নামে হংকং। ওপেনার জিশান আলির ১৭ বলে ২৩ রানের ইনিংস দলকে এনে দেয় দারুণ সূচনা। এরপর দায়িত্ব নেন আনশি রাথ ও নিজাকাত খান। রাথের ধীরস্থির ব্যাটিং ৪৬ বলে ৪৮ ও নিজাকাতের ৩৮ বলে ঝকঝকে ৫২। তাদের পার্টনারশিপেই তিন অঙ্কে পৌঁছায় হংকং। নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে সংগ্রহ করে ১৪৯ রান।

এফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।