ঢাকা, শনিবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৭ মে ২০২৫, ১৯ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

সেঞ্চুরিতে অনন্য কীর্তি ধনঞ্জয়ার, ৪০০ ছাড়াল শ্রীলঙ্কার লিড 

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:১৯, মার্চ ২৪, ২০২৪
সেঞ্চুরিতে অনন্য কীর্তি ধনঞ্জয়ার, ৪০০ ছাড়াল শ্রীলঙ্কার লিড 

প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও চাপের মুখে ঢাল হয়ে দাঁড়িয়ে গেলেন ধনঞ্জয়া ডি সিলভা ও কামিন্দু মেন্ডিস। যদিও সেঞ্চুরির পর ধনঞ্জয়াকে থামিয়েছেন মেহেদী হাসান মিরাজ।

তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত শ্রীলঙ্কার লিড ৪০০ ছাড়িয়েছে। দ্বিতীয় ইনিংসে ৭ উইকেটে ৩১১ রান করেছে তারা।

দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি করে অনন্য কীর্তিতে নাম লিখিয়েছেন ধনঞ্জয়া। প্রথম লঙ্কান অধিনায়ক হিসেবে এক ম্যাচের দুই ইনিংসেই সেঞ্চুরির দেখা পেলেন তিনি। শুধু তা-ই নয়, গত ১০ বছরে এই প্রথম কোনো লঙ্কান ব্যাটার জোড়া সেঞ্চুরির নজির গড়লেন।

কামিন্দুর সঙ্গে ১৭৩ রানের জুটির পর ধনঞ্জয়া থামেন ১০৮ রানে। ১৭৯ বলে ৯ চার ও ২ ছক্কায় ইনিংসটি সাজান তিনি। জোড়া সেঞ্চুরির পথে আছেন কামিন্দুও। এই প্রতিনবেদন লেখা পর্যন্ত ৯৩ রানে অপরাজিত আছেন বাঁহাতি এই ব্যাটার। তাকে মানকাডিং করার সুযোগ এসেছিল খালেদ আহমেদের কাছে। কিন্তু শেষ পর্যন্ত বিফলে যায় তার চেষ্টা।

৫ উইকেট হাতে নিয়ে তৃতীয় দিনে ২১১ রানের লিড নিয়ে মাঠে নামে শ্রীলঙ্কা। প্রথম সেশনে কেবল একটি উইকেটই ফেলতে পারে বাংলাদেশ।

বাংলাদেশ সময়: ১৪১৮ ঘণ্টা, মার্চ ২৪, ২০২৪
এএইচএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।