ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

হারলে কিন্তু সবাই বলবে জিম্বাবুয়ের সঙ্গে হেরে গেছি: তাসকিন

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৫ ঘণ্টা, মে ৯, ২০২৪
হারলে কিন্তু সবাই বলবে জিম্বাবুয়ের সঙ্গে হেরে গেছি: তাসকিন

তাসকিন আহমেদের কাছে প্রশ্ন, জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশ কী লক্ষ্য নিয়ে খেলছে? তার প্রথম উত্তরে বিশ্বকাপই থাকলো। টি-টোয়েন্টি বিশ্বকাপের আর মাসখানেকও বাকি নেই।

ওই টুর্নামেন্ট ঘিরে প্রস্তুতি হবে, সেটাই স্বাভাবিক। কিন্তু বিশ্বকাপের প্রস্তুতিতে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলা নিয়ে নানা কথা হচ্ছে।  

প্রথম তিন ম্যাচ জিতে বাংলাদেশ ইতোমধ্যে সিরিজ নিশ্চিত করে ফেলেছে। বাকি দুই ম্যাচে নিজেদের নতুন স্কিল প্রয়োগের কথা বলছেন তাসকিন। তবে তিনি মনে করিয়ে দিয়েছেন, জিম্বাবুয়ের সঙ্গে কোনো ম্যাচ হেরে গেলে কথা শুনতে হবে তাদেরই।

তিনি বলেন, ‘আমাদের মূল লক্ষ্য তো বিশ্বকাপ কেন্দ্রিক। এখন দেখেন আমরা যারা খেলোয়াড় আছি, আমাদের কাজ কিন্তু যেখানেই খেলতে নামি সর্বোচ্চ দিয়ে ভালো খেলার  চেষ্টা করা। অনেককিছু আমাদের নিয়ন্ত্রণে নেই। কন্ডিশন, প্রতিপক্ষ, কার সঙ্গে খেলতেছি, কখন খেলতেছি। ’

‘আমরা যারা খেলোয়াড়, যখনই যেখানে খেলতে নামি সেরাটা দিয়ে...এমনকি বিপিএলেও যখন খেলতে নামি ভালো খেলারই চেষ্টা করি। মেইন লক্ষ্য তো বিশ্বকাপকেন্দ্রিক। দল হিসেবে এবং যে যার জায়গা থেকে যদি ৫-১০ শতাংশ উন্নতি করে বিশ্বকাপে ঢুকতে পারি, ভালো ক্রিকেট খেলতে পারি। এবং আমাদের শুরুটা অনেক গুরুত্বপূর্ণ হবে (বিশ্বকাপে)। ’ 

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ নিয়ে তাসকিন বলেন, ‘আসলে যতই কথা হচ্ছে জিম্বাবুয়ে নিয়ে, আবার যদি একটা ম্যাচ হেরে যাই তখন কিন্তু আবার অন্যরকম কথা হবে। জিতলে কৃতিত্বটা কম পাই আমরা ছোট দলের সঙ্গে খেললে। কিন্তু হারলে কিন্তু সবাই বলবে জিম্বাবুয়ের সঙ্গে হেরে গেছে। ’

‘দুর্ভাগ্যবশত আমাদের অনেক কথাই শুনতে হয়। কিন্তু যখন খেলতে নামি, যে প্রতিপক্ষই হোক সেরাটা দিয়ে চেষ্টা করি। হ্যাঁ, কখনও ভালো বা কখনও খারাপ হয়। কিন্তু এই উন্নতির ধারাটা রেখে সবাই খেলার চেষ্টা করি। সবার মধ্যে এটাই লক্ষ্য বিশ্বকাপে কীভাবে ভালো করা যায়, এই লক্ষ্য নিয়েই এগোচ্ছি, অনুশীলন করছি। ’   

বিশ্বকাপ সামনে রেখে জিম্বাবুয়ে সিরিজেই পরীক্ষা-নিরীক্ষার সুযোগ বাংলাদেশ দলের সামনে। সেটি কাজে লাগাতে চান তাসকিন আহমেদও। এই দুই ম্যাচে নিজেদের নতুন করে ঝালিয়ে নেওয়ার কথা বলছেন তাসকিন।

তিনি বলেন, ‘আমাদের প্রতিটা খেলোয়াড়েরই ব্যক্তিগত আলাদা আলাদা ভূমিকা আছে। সে তার ভূমিকা অনুযায়ী খেলার চেষ্টা করে। কখনো ভালো এক্সিকিউট হয়, কখনো কম। আমি নিশ্চিত যে সবাই এটাই চেষ্টা করবে। এবং যার যে নতুন স্কিল আছে সেগুলো এক্সপেরিমেন্ট করার ভালো একটা সুযোগ এই দুইটা ম্যাচ। আমি নিশ্চিত আমরা সবাই সেটা চেষ্টাও করবো। ’

বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা, মে ০৯, ২০২৪
এমএইচবি/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।