ঢাকা, শনিবার, ২৫ আশ্বিন ১৪৩২, ১১ অক্টোবর ২০২৫, ১৮ রবিউস সানি ১৪৪৭

ক্রিকেট

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, তাসকিনের বদলে একদশে শরিফুল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:০৪, সেপ্টেম্বর ১৩, ২০২৫
টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, তাসকিনের বদলে একদশে শরিফুল

হংকংয়ের বিপক্ষে জয় দিয়ে এশিয়া কাপ শুরু করা বাংলাদেশের সামনে এবার বর্তমান চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা। ম্যাচটি জিতে পরের পর্বে যাওয়ার রাস্তা পরিষ্কার করতে চাইবে বাংলাদেশ।

আর শ্রীলঙ্কার সামনে জয় দিয়ে আসর শুরু করার লক্ষ্য।

আজ আবুধাবিতে গ্রুপ ‘বি’-এর ম্যাচটিতে টস জিতে বাংলাদেশকে আগে ব্যাটিংয়ে পাঠিয়েছে শ্রীলঙ্কা।

টস হেরে ব্যাটিংয়ে নামতে হলেও খুশি লিটন দাস। টস শেষে তিনি বলেন, ‘প্রথমে ব্যাট করতে সমস্যা নেই, উইকেটটা ভালো মনে হচ্ছে। আমরা ভালো ক্রিকেট খেলেছি, তবে কিছু জায়গায় আরও উন্নতি করতে হবে। ’

একাদশে একটি পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। তাসকিনের জায়গায় আসছেন শরিফুল ইসলাম।  অন্যদিকে শ্রীলঙ্কা দলে ফিরেছেন অভিজ্ঞ স্পিন বোলিং অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গা।

গত কয়েক বছরে দুই দলের দ্বন্দ্বে উত্তাপ কমলেও প্রতিদ্বন্দ্বিতা কমেনি। গত ১০ বছরে দুই দল সমানভাবে ৮টি করে ম্যাচ জিতেছে। বাংলাদেশ সাম্প্রতিক সময়ে এগিয়ে আছে। গত জুলাইয়ে শ্রীলঙ্কার মাঠে সিরিজ জিতেছে ২-১ ব্যবধানে। এছাড়া গত বছর ডালাসে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপেও লঙ্কানদের হারিয়েছিল টাইগাররা।

বাংলাদেশ (একাদশ): পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, লিটন দাস (অধিনায়ক ও উইকেটকিপার), তাওহিদ হৃদয়, জাকের আলি, শামীম হোসেন, মেহেদী হাসান, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান।

এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।