ঢাকা, মঙ্গলবার, ১৯ ফাল্গুন ১৪৩১, ০৪ মার্চ ২০২৫, ০৩ রমজান ১৪৪৬

ক্রিকেট

অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড-পাকিস্তানের সঙ্গে বাংলাদেশ ‘এ’ দলের সিরিজ

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১০ ঘণ্টা, মে ২৯, ২০২৪
অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড-পাকিস্তানের সঙ্গে বাংলাদেশ ‘এ’ দলের সিরিজ

ঘরোয়া মৌসুম এখন শেষ। বিসিবির হাই পারফরম্যান্স ও বাংলাদেশ টাইগার্সের হয়ে জাতীয় দলের আশেপাশে থাকা ক্রিকেটাররা অনুশীলন করছেন।

এসব প্রোগ্রাম শেষ হওয়ার পর ম্যাচ খেলার কথাও জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।  

এ নিয়ে বিসিবির নির্বাচক আব্দুর রাজ্জাক বলেন, ‘টাইগার্সের কার্যক্রম এখন পর্যন্ত ভালো। অনুশীলনে ছেলেরা খুশি। আরেকটা তথ্য জানানো দরকার, টাইগার্সের যে স্কোয়াডটা হয়েছে, সামনে যে টেস্ট সিরিজ আছে, সেটাকে ভিত্তি করে একটা গ্রুপ অনুশীলন করছে। এখানে কিন্তু ৩০-৩৫ জনের একটা বড় তালিকা আমাদের আছে। সময়ভেদে ওরাও সবাই এসে টাইগার্সের সঙ্গে যোগ দেবে। ’ 

‘এটা প্রায়োরিটি বেসিসে করা হবে। এর কারণ হচ্ছে, এই বছর আমাদের ৩টা ‘এ’ দলের সিরিজ আছে। একটা বাংলাদেশ, একটা অস্ট্রেলিয়ায়, একটা পাকিস্তানে আর একটা ইমার্জিং এশিয়া কাপ। যদিও এগুলো একটা এইচপির, যেহেতু কোনো বয়সের বাধ্যকতা নেই, আমরা চেষ্টা করবো যেন ওখানে লঙ্গার ভার্শন ম্যাচগুলো আমাদের ‘এ’ দলের ক্রিকেটাররা খেলতে পারে। সেভাবেই পরিকল্পনা করা হচ্ছে। ’

অস্ট্রেলিয়ায় একটি টি-টোয়েন্টি টুর্নামেন্ট, একটি ত্রিদলীয় ওয়ানডে সিরিজ ও পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে দুটি চার দিনের ম্যাচ খেলার কথা আছে বাংলাদেশ এইচপি দলের। ওরকম কন্ডিশনে ‘এ’ দলের সিরিজ থাকাকে বড় সুযোগ হিসেবে দেখছেন আব্দুর রাজ্জাক।

তিনি বলেন, ‘এটা আমাদের জন্য খুব বড় একটা সুযোগ, যেহেতু লঙ্গার ভার্সন হবে অস্ট্রেলিয়ার কন্ডিশনে। এখনো যেহেতু আমরা অস্ট্রেলিয়ায় টেস্ট খেলিনি। আমার জানা মতে, কোনো লঙ্গার ভার্শন ম্যাচ খেলা হয়নি। তাই এটা একটা বড় সুযোগ। এটা আমাদের খেলোয়াড়দের জন্যও ভালো হবে। ওদের কন্ডিশনে ভালো খেলতে পারলে অন্য কন্ডিশনেও ভালো করা খুব সহজ হয়ে যায় ক্রিকেটারদের জন্য। ’

‘(এ দল) খুবই ব্যস্ত থাকবে। জাতীয় দলের যেমন খেলা রয়েছে, ‘এ’ দল, এইচপি সবার মিলে একইভাবে খেলা রয়েছে। ঘরোয়া মৌসুমের পর আরেকটি ঘরোয়া মৌসুম শুরু হলেও আমাদের এই তিনটা দল খুব ব্যস্ত থাকবে। আমি মনে করি এটা ক্রিকেটারদের জন্য ভালো খবর। ’

বাংলাদেশ সময়: ১৮০৯ ঘণ্টা, মে ২৯, ২০২৪
এমএইচবি/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।