ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বৃষ্টির পর ফিল্ডিংয়ে বাংলাদেশ, শরিফুল-হাসানের আঘাতে শুরুতেই চাপে পাকিস্তান

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩১ ঘণ্টা, আগস্ট ২১, ২০২৪
বৃষ্টির পর ফিল্ডিংয়ে বাংলাদেশ, শরিফুল-হাসানের আঘাতে শুরুতেই চাপে পাকিস্তান

প্রথম সেশন ভেসে গেল বৃষ্টিতে। পরে বৃষ্টি থামলেও টস হয়েছে দেরিতে।

খেলা শুরুর পর পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠিয়ে ভালো শুরু পেয়েছে বাংলাদেশ। শরিফুল ইসলাম ও হাসান মাহমুদের দারুণ বোলিংয়ে চাপে পড়ে গেছে পাকিস্তান।  

আজ রাওয়ালপিন্ডিতে সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও স্বাগতিক পাকিস্তান। তবে বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে খেলা শুরু করা যায়নি। প্রথম সেশন বৃষ্টিতে ভেসে যাওয়ার পর দ্বিতীয় সেশনেরও অনেকটা সময় কেটে যায়। বৃষ্টি ও ভেজা আউটফিল্ডের কারণে খেলা শুরু হয় প্রায় সাড়ে চার ঘণ্টা পর।  

৩টার দিকে রাওয়ালপিন্ডিতে বৃষ্টি থামার পর টস হয়। টস জিতে ফিল্ডিং বেছে নেয় বাংলাদেশ। এরপর জানা যায় বাংলাদেশের একাদশ। চোটে পড়া মাহমুদুল হাসানের জায়গায় এসেছেন ২০২২ সালের মার্চে সর্বশেষ টেস্ট খেলা সাদমান ইসলাম। পেসার খালেদ আহমেদের জায়গায় একাদশে আছেন আরেক পেসার নাহিদ রানা। এছাড়া গত মার্চ-এপ্রিলে অনুষ্ঠিত শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ আঙুলে চোট পাওয়া মুশফিকুর রহিম ফিরেছেন এই ম্যাচ দিয়ে।

বাংলাদেশ দল খেলাচ্ছে তিন পেসার। এর মধ্যে ওপেন করতে আসা দুই বোলার শরিফুল ইসলাম ও হাসান মাহমুদ শুরুতেই চাপে ফেলে দেন পাকিস্তানকে। চতুর্থ ওভারে হাসানের বলে জাকির হাসানের হাতে ক্যাচ দিয়ে ফেরেন পাকিস্তানের ওপেনার আব্দুল্লাহ শফিক (২)। এরপর সপ্তম ওভারে উইকেট শিকার করেন শরিফুল। তার বলে উইকেটকিপার লিটন দাসের ক্যাচে পরিণত হন স্বাগতিক দলের অধিনায়ক শান মাসুদ (৬)। নিজের পরবর্তী ওভারে ফের আঘাত হানেন শরিফুল। এবার তার বলে সেই লিটনের কাছেই ক্যাচ তুলে দেন বাবর আজম। ফেরার আগে রানের খাতা খুলতে পারেননি বাবর। দলীয় ১৬ রানেই ৩ উইকেট হারিয়ে ফেলে পাকিস্তান।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত প্রথম ইনিংসে ১০ ওভারে ৩ উইকেট হারিয়ে ২৯ রান তুলেছে পাকিস্তান।  

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, আগস্ট ২১, ২০২৪
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।