ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

আরিফুল-অমিতের সেঞ্চুরি, সাব্বিরের ছয় উইকেট

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১২ ঘণ্টা, নভেম্বর ৯, ২০২৪
আরিফুল-অমিতের সেঞ্চুরি, সাব্বিরের ছয় উইকেট

জাতীয় ক্রিকেট লিগে শুরু হয়েছে নতুন রাউন্ড। শনিবার প্রথম দিনের খেলায় সেঞ্চুরির দেখা পেয়েছেন রংপুরের আরিফুল হক, একই ম্যাচে রাজশাহীর হয়ে ছয় উইকেট নিয়েছেন পেসার সাব্বির হোসেন।

ভিন্ন ম্যাচে সেঞ্চুরি পেয়েছেন অমিত হাসান, ৯৯ রানে কাটা পড়েছেন পিনাক ঘোষ।

সিলেটের একাডেমি মাঠে ঢাকা মেট্রোর মুখোমুখি হয়েছে ঢাকা বিভাগ। টস হেরে শুরুতে ব্যাট করে এই ম্যাচে ৬ উইকেট হারিয়ে ২৩৩ রান করেছে মেট্রো। এ ম্যাচে দলটির পক্ষে সর্বোচ্চ ৮৬ রান করেছেন শামসুর রহমান শুভ। ২০৯ বল খেলে ৯ চার ও ১ ছক্কায় এই রান করেন তিনি। ঢাকা বিভাগের হয়ে তিন উইকেট পেয়েছেন এনামুল হক।  

শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে রংপুরের মুখোমুখি হয়েছে রাজশাহী বিভাগ। টস হেরে ব্যাট করতে নেমে ১৮৯ রানে অলআউট হয়ে গেছে রংপুর। প্রথম দিনশেষে ১ উইকেট হারিয়ে প্রথম ইনিংসে ৩৯ রান করেছে রাজশাহী।  

এ ম্যাচে রংপুরের হয়ে সেঞ্চুরি করেন আরিফুল হক। ১৬১ বলে ১৩ চার ও ২ ছক্কায় ১০৩ রান করে অপরাজিত ছিলেন তিনি। কিন্তু বাকি ব্যাটারদের ব্যর্থতায় দলের রান বড় হয়নি। দ্বিতীয় সর্বোচ্চ ২৮ রান করেন নাঈম ইসলাম। রাজশাহীর হয়ে ১৫ ওভারে ৪ মেডেনসহ ৪৭ রান দিয়ে ৬ উইকেট পান সাব্বির হোসেন।  

কক্সবাজারের একাডেমি মাঠে খুলনা বিভাগের মুখোমুখি হয়েছে সিলেট। টস জিতে ব্যাট করতে নেমে ৩ উইকেট হারিয়ে ২৪৪ রান করেছে সিলেট। দলটির হয়ে সেঞ্চুরি তুলে অপরাজিত আছেন অধিনায়ক অমিত হাসান। ৮ চার ও ১ ছক্কায় ২২৮ বলে ১০৯ রান এসেছে তার ব্যাটে। এছাড় পিনাক ঘোষ ২১৮ বলে ৯৯ রান করে শেখ মাহেদীর বলে স্টাম্পিং হন।  

কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বরিশাল বিভাগের মুখোমুখি হয়েছে চট্টগ্রাম। টস জিতে ব্যাট করতে নেমে ৭ উইকেট হারিয়ে ২৩৬ রান করেছে বরিশাল।  

বরিশালের হয়ে হাফ সেঞ্চুরি তুলেছেন তাসামুল হক। ১৩৬ বলে ৫৩ রান করে আউট হয়ে গেছেন তিনি। ৭৭ বলে ৪৩ রানে অপরাজিত আছেন মঈন খান।  

বাংলাদেশ সময়: ১৮১১ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০২৪
এমএইচবি/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।