ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

আফগানিস্তানকে চাপে রেখেছে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪২ ঘণ্টা, নভেম্বর ৯, ২০২৪
আফগানিস্তানকে চাপে রেখেছে বাংলাদেশ

তাসকিন আহমেদ শুরুর দিকেই আঘাত হানলে ব্যাকফুটে চলে যায় আফগানিস্তান। এরপর নিয়ন্ত্রিত বোলিংয়ে আফগানদের বেশ চাপেই রেখেছে বাংলাদেশ।

তবে জাকের আলী ক্যাচ মিস না করলে আরও সুবিধাজনক অবস্থানেই থাকতো শান্তবাহিনী। পরে অবশ্য নাসুম আহমেদ একটি উইকেট তুলে নিয়ে আফগানদের ওপর চাপ বাড়িয়েছেন।

শারজাহতে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয়টিতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও আফগানিস্তান। শুরুতে ব্যাট করতে নেমে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর ১১৯ বলে ৭৬ রান ও শেষদিকে অভিষিক্ত জাকের আলীর ২৭ বলে ৩৭ রানের ইনিংসে ভর করে আফগানদের সামনে ৭ উইকেট হারিয়ে ২৫৩ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ। জবাবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৭ ওভারে ২ উইকেট হারিয়ে ৭০ রান করেছে আফগানিস্তান।  

জবাব দিতে নেমে বেশ সাবধানী শুরু পায় আফগানরা। তবে চতুর্থ ওভারে আঘাত হানেন তাসকিন আহমেদ। তার অফ স্টাম্পের বাইরের বল স্লিপে থাকা সৌম্য সরকারের পাশ দিয়ে বের করে দিতে চেয়েছিলেন আফগান ওপেনার রহমানউল্লাহ গুরবাজ। কিন্তু বল তার ব্যাটের কানায় লেগে জমা হয় সৌম্যর হাতে। ব্রেক থ্রু এনে দেওয়া ওভারটি মেডেন দেন তাসকিন।

প্রথম উইকেট হারানোর পর আফগানিস্তানের রানের গতি কমে যায়। পাওয়ার প্লের ১০ ওভারে মাত্র ৪০ রান তুলতে পারে তারা। উইকেট পড়তে পারতো দুটি। কিন্তু মেহেদী হাসান মিরাজের করা পাওয়ার প্লের শেষ ওভারেই উইকেটের পেছনে রহমত শাহর ক্যাচ ফেলে দেন জাকের আলী। তবে নাসুম আহমেদ বোলিংয়ে এসে সেই ধাক্কা কিছুটা সামাল দেন। প্রথম বলেই তিনি তুলে নেন সাদিকুল্লাহ আতালের উইকেট। আফগান ওপেনার অবশ্য খুব একটা স্বাচ্ছন্দ্যে ছিলেন না। ৫১ বলে ৩৯ রান করে মিরাজের দুর্দান্ত ক্যাচে ফিরেছেন তিনি।

বাংলাদেশ সময়: ২১৩৯ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০২৪
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।