ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

আইপিএল নিয়ে ‘বেশি আশা’ নেই রিশাদের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩০ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০২৪
আইপিএল নিয়ে ‘বেশি আশা’ নেই রিশাদের

২০২৫ আইপিএলের নিলামে ১২ জন বাংলাদেশি ক্রিকেটারের নাম আছে। যাদের মধ্যে আছেন লেগ স্পিনার রিশাদ হোসেনও।

গত টি-টোয়েন্টি বিশ্বকাপে ১৪ উইকেট নিয়ে নজর কেড়েছিলেন তিনি। স্বাভাবিকভাবেই এবারের আইপিএলে তার দিকে নজর থাকবে ফ্র্যাঞ্চাইজিগুলোর।  

কিন্তু রিশাদ নিজে এখনই বেশি আশা করতে চান না। গ্লোবাল সুপার লিগ খেলতে দেশ ছাড়ার আগে আজ মিরপুরে অনুশীলন করতে নেমেছিলেন তিনি। সেখানেই আইপিএল নিয়ে নিজের ভাবনার কথা জানান এই তরুণ স্পিনার। তিনি বলেন, '(আইপিএলে খেলার) ইচ্ছা তো সবারই থাকে। কিন্তু বেশি আশা করা ভালো না। বেশি আশা না করলে কষ্টও পাবো না। বিপিএলের ড্রাফট নিয়েও এত ভাবি না। স্বাভাবিক থাকার চেষ্টা করি। সবকিছু তো আল্লাহর হাতে। '

তবে সুযোগ পেলে আইপিএলে ভালো কিছু করার আত্মবিশ্বাস আছে রিশাদের, 'আমার নিজের ওপর আত্মবিশ্বাস আছে। ভালো বা খারাপ দিন সবারই আসে। আমি তাই এত আশা করছি না। যখন আসবে তখন দেখা যাবে। '

আইপিএলে পছন্দের দল কোনটি, এমন প্রশ্নের জবাবে রিশাদ বলেন, 'আমি এভাবে ভাবিনি। দেখা গেল আমি ভাবলাম চেন্নাই, কিন্তু ডাক পড়লো অন্য দলে। তখন আবার মন খারাপ হতে পারে। তবে আমার ফেভারিট কলকাতা নাইট রাইডার্স। এর কারণ সাকিব ভাই এই দলের হয়ে অনেকদিন খেলেছেন। '

এদিকে রিশাদের নিজের সাম্প্রতিক ফর্ম খুব একটা সুবিধার নয়। ভারত সফরের তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয়টিতে ৩ উইকেট পেলেও বাকি দুই ম্যাচ ছিলেন উইকেটশূন্য। এরপর শারজায় আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে সুযোগ পেলেও উইকেট পাননি। রিশাদ নিজে অবশ্য আশাবাদী, দুঃসময় কেটে যাবে তার। বাংলাদেশ দলের ওয়েস্ট ইন্ডিজ সফরে ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে আছেন তিনি। সেখানেই নিজেকে মেলে ধরার অপেক্ষায় আছেন এই তরুণ।

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০২৪
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।