পাঁচ তারকা হোটেলে আলোর ঝলকানি থাকলো। ছিল নাচ-গানও।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) বাইরে একটি টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজনের দাবি ছিল অনেকদিনের। অবশেষে পূরণ হচ্ছে এই আশা। জাতীয় ক্রিকেট লিগের আদলে হবে এনসিএল টি-টোয়েন্টি। আগামী ১১ ডিসেম্বর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে এই টুর্নামেন্ট।
ময়মনসিংহ বাদে বাকি সাতটি বিভাগ অংশ নেবে, এর সঙ্গে থাকবে ঢাকা মেট্রো। লিগ পর্বে প্রতিটি দলই মুখোমুখি হবে একে-অপরের। এই পর্বের সবগুলো ম্যাচই হবে সিলেটে। এরপর প্লে অফ ও ফাইনাল হবে মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।
এনসিএল টি-টোয়েন্টির লোগো উন্মোচন ও স্পন্সর ঘোষণার অনুষ্ঠান শনিবার রাজধানীর এক পাঁচ তারকা হোটেলে অনুষ্ঠিত হয়েছে। এদিন এতে হাজির ছিলেন চিত্রনায়ক সিয়াম আহমেদ ও আমিন খান। তাদের সঙ্গে আনন্দে মেতে উঠেন বিসিবি কর্মকর্তারাও।
এনসিএল টি-টোয়েন্টির সবগুলো ম্যাচই দেখাবে দেশের একমাত্র স্পোর্টস চ্যানেল টি-স্পোর্টস। দর্শকরা দেখতে পারবেন পুরো দুনিয়া থেকেই। এখন থেকে স্থানীয় ক্রিকেটারদের নিয়ে এই টি-টোয়েন্টি টুর্নামেন্ট নিয়মিতই আয়োজনের প্রতিশ্রুতি দিয়েছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ।
তিনি বলেন, ‘আমরা দায়িত্ব নেওয়ার পর সিদ্ধান্ত নিয়েছি বিপিএলের বাইরে কমপক্ষে একটা টি-টোয়েন্টি ফরম্যাটের টুর্নামেন্ট আয়োজন করব। এখন থেকে প্রতি বছরই বিপিএলের আগে মাঠে এভাবে গড়াবে। যেখানে অংশ নেবে শুধু স্থানীয় ক্রিকেটাররা। ’
‘আমরা সবসময় বলি দেশি ও বিদেশি খেলোয়াড়রা একসঙ্গে খেললে ড্রেসিংরুম শেয়ার করবে, কিছু শিখতে পারবে। কিন্তু সেই বিদেশি খেলোয়াড়ের সঙ্গে খেলার আগে যে প্রস্তুতি, এটা খুব ভালোভাবে সম্পূর্ণ হবে এই টুর্নামেন্টে। ’
বাংলাদেশ সময় : ১৯১৯ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০২৪
এমএইচবি/এএইচএস