ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

টি-টোয়েন্টি সিরিজ খেলতে সিলেটে বাংলাদেশের মেয়েরা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১০ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০২৪
টি-টোয়েন্টি সিরিজ খেলতে সিলেটে বাংলাদেশের মেয়েরা

সিলেট: ওয়ানডে সিরিজে আয়ারল্যান্ডকে ধবলধোলাই করার পর এবার টি-টোয়েন্টির লড়াই শুরুর অপেক্ষা বাংলাদেশের।  

সেই লক্ষ্যে আজ দুপুরে সিলেটে পৌঁছেছে নিগার সুলতানা জ্যোতির দল।

এরপর কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তাদের টিম হোটেলে নেওয়া হয়।  

৩ ম্যাচ সিরিজের প্রথমটি হবে ৫ ডিসেম্বর। দ্বিতীয় ম্যাচ ৭ ডিসেম্বর এবং তৃতীয় ও শেষটি হবে ৯ ডিসেম্বর। প্রথম দুই ম্যাচ শুরু হবে দুপুর ২টায়। আর তৃতীয় ম্যাচ সকাল ১০টায় শুরু হবে।

এর আগে গতকাল মিরপুরে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষটিতে আয়ারল্যান্ড নারী দলকে ৭ উইকেটে হারিয়েছে বাংলাদেশ নারী দল। শুরুতে ব্যাট করে সব উইকেট হারিয়ে ১৮৫ রান করে আইরিশরা। ওই রান তাড়ায় নেমে ৩৭ ওভার ৩ বল খেলেই জয় পায় বাংলাদেশ। দেশের মাটিতে প্রথমবার কোন দলকে ওয়ানডে সিরিজে ধবলধোলাই করেছে তারা।

তিন ম্যাচ সিরিজের সবগুলোতেই জিতেছে বাংলাদেশ। ১৯ পয়েন্ট নিয়ে আইসিসি ওমেন্স চ্যাম্পিয়নশিপে সাতে উঠে এসেছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দুটি জিতলে সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ পাবে নিগার সুলতানা জ্যোতির দল।  

প্রথম দুই টি-টোয়েন্টির বাংলাদেশ স্কোয়াড: নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার, মুর্শিদা খাতুন, দিলারা আক্তার, শারমিন আক্তার সুপ্তা, সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, রিতু মণি, রাবেয়া, ফাহিমা খাতুন, ফারিহা ইসলাম তৃষ্ণা, জাহানারা আলম, জান্নাতুল ফেরদৌস সুমনা, তাজ নাহার, সানজিদা আক্তার মেঘলা।  

অতিরিক্ত: দিশা বিশ্বাস, শামিম সুলতানা, শারমিন সুলতানা।

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০২৪
এনইউ/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।