ঢাকা, রবিবার, ২১ পৌষ ১৪৩১, ০৫ জানুয়ারি ২০২৫, ০৪ রজব ১৪৪৬

ক্রিকেট

‘সাকিবের ব্যাপারটা অস্বাভাবিক, তামিমকে আরও শাণিত হতে হবে’

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৩ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০২৪
‘সাকিবের ব্যাপারটা অস্বাভাবিক, তামিমকে আরও শাণিত হতে হবে’

ইংল্যান্ডে গিয়ে বোলিং অ্যাকশনের পরীক্ষা দিয়ে ব্যর্থ হয়েছেন সাকিব আল হাসান। যার পরিপ্রেক্ষিতে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) অধীনে কোনো টুর্নামেন্টে বোলিং করতে পারবেন না তিনি।

 

পরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আন্তর্জাতিক ক্রিকেটেও নিষিদ্ধ করা হয়েছে সাকিবের বোলিং। এমনকি দেশের বাইরে কোনো ঘরোয়া টুর্নামেন্টেও বোলিংয়ে দেখা যাবে না তাকে। অবশ্য বোলিং নিষিদ্ধ হলেও সাকিবের খেলায় কোনো নিষেধাজ্ঞা নেই। কিন্তু তার দলে ফেরা নিয়ে অচলাবস্থা কাটছে না। দেশের মাটিতে তো নয়ই, ভারতের পর কোনো বিদেশ সফরেও তাকে দেখা যায়নি।  বিসিবির পক্ষ থেকেও এখন পর্যন্ত এ ব্যাপারে পরিষ্কার কোনো ধারণা দেওয়া হচ্ছে না।

আজ মিরপুরে সাকিব ইস্যুতে প্রশ্ন করলে জাতীয় দলের প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু বলেন, 'কিছু প্রশ্নের উত্তর সরাসরি আমার কাছে নেই। সাকিব আল হাসানের বিষয়ে আপনারাই অবহিত আছেন। এই মুহূর্তে আমি সরাসরি পরিষ্কার করে কিছু বলতে পারব না, তার দলে অন্তর্ভুক্তির ব্যাপারটা। এটা (সাকিবের) পুরোপুরি ভিন্ন ইস্যু। এটা গতানুগতিক কোনো বিষয় নয়। এটা অস্বাভাবিক একটা বিষয়। যেটা সাকিব আল হাসানের ক্ষেত্রে হচ্ছে। '

সাকিব ইস্যু ছাড়াও সম্প্রতি আলোচনায় এসেছেন তামিম ইকবাল। ৭ মাস পর এনসিএল টি-টোয়েন্টি দিয়ে মাঠে ফিরে নিজ বিভাগ চট্টগ্রামের হয়ে প্রথম ম্যাচে ১৩ রান করলেও এরপর থেকে নিয়মিত রান করছেন সাবেক এই অধিনায়ক। চার ম্যাচ খেলে করেছেন ১৯০ রান। গড় ও স্ট্রাইকরেট ৬৩.৩৩ ও ১৫০.৭৯। বরিশালের বিপক্ষে গতকাল ৫৪ বলে খেলেন ৯১ রান।

তবে মাঠে ফিরলেও তামিমের ফিটনেস নিয়ে প্রশ্ন উঠেছে। যদিও আসন্ন চ্যাম্পিয়নস ট্রফিতে খেলার লক্ষ্য তার। কিন্তু এখনই তার দলে ফেরা কঠিন এমন ইঙ্গিত দিলেন লিপু, 'তামিম খেলা শুরু করেছেন এটা খুব আশার একটা আলো। আমার বিশ্বাস, খুব দ্রুত আমরা এটা অবহিত হতে পারব যে, চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য তিনি এভেইলেবল থাকবেন কিনা। যদি থাকেন তাহলে তো দারুণ। তামিমের বিষয়টা অনেক দিন ধরে... কেউ যদি আসলে নিজেকে সরিয়ে রাখার জায়গায় নিয়ে রাখে...। ' 

'আপনারা জানেন আগে ভিন্ন একটা বোর্ড ছিল, মতপার্থক্য ছিল, অনেক বিষয় ছিল। আমার বিশ্বাস, এই নতুন বোর্ডের অধীনে একটা আশার আলো তো দেখাই যাচ্ছে যে, তিনি (তামিম) ক্রিকেট মাঠে ফেরত এসেছেন একটা আশা নিয়ে যে বড় টুর্নামেন্টের জন্য নিজেকে প্রস্তুত করছেন। আমরা নিশ্চয়ই তার সঙ্গে আলাপ করার পর্যায়ে চলে গেছি। এখন বোর্ড ও নির্বাচকদের সমন্বিতভাবে বসে আলাপ করাটা, এটার (তামিমের ফেরা) একটা পথ সুগম করবে। '

জাতীয় দলে ফিরতে হলে তামিমের করণীয় কী তা নিয়েও কথা বলেছেন প্রশান নির্বাচক, 'তামিমকে আরও শানিত হতে হবে। ফিটনেস আরও উন্নতি করতে হবে। যখন সে একটা বিষয় আকাঙ্খা করবে... একজন ক্রিকেটার যখন এত দিন আন্তর্জাতিক ক্রিকেট খেলছে সে নিশ্চয়ই জানে বৈশ্বিক আসরে খেলার জন্য নিজেকে কীভাবে শানিত করতে হয়, প্রস্তুত করতে হয়। কী ধরনের সহযোগিতা সে আশা করতে পারে বা বোর্ড তাকে দেবে। আমি মনে করি, এগুলো কোনো বাধা হয়ে দাঁড়াবে না। '

বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০২৪
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।