আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। সংবাদ সম্মেলনে এসে নিজের অবসরের খবর জানালেন ভারতের অভিজ্ঞ এই স্পিনার।
অশ্বিন বলেন, ‘ভারতীয় ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে সকল সংস্করণ মিলিয়ে এটাই আমার শেষ দিন। যদিও আমি মনে করি ক্রিকেটে দেয়ার মতো আমার আরও কিছু আছে, তবে সেটা ক্লাব পর্যায়ের জন্য। তাই এটাই আমার শেষ দিন। ’
আচমকা অশ্বিনের এই অবসর অবশ্য অনুমিত ছিল না। কিন্তু হুট করেই তিনি নিজের সিদ্ধান্ত জানালেন বর্ডার-গাভাস্কার ট্রফি চলাকালীনই। যদিও সিরিজের প্রথম টেস্টের মতো তৃতীয় টেস্টের একাদশেও জায়গা হয়নি অশ্বিনের।
ভারতের হয়ে ১০৬ টেস্ট খেলা অশ্বিন নিয়েছেন ৫৩৭ উইকেট। যেটি দেশের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ। সাদা পোশাকের ক্রিকেটে তার থেকে বেশি উইকেট শিকারের রেকর্ড আছ কেবল অনিল কুম্বলের। ৬১৯ উইকেট শিকার করেছিলেন তিনি।
ওয়ানডে ক্রিকেটে ১১৬ ম্যাচ খেলে অশ্বিন নিয়েছেন ১৫৬ উইকেট। এছাড়া ৬৫ টি-টোয়েন্টিতে ৭২ উইকেট নিয়েছেন এই স্পিনার। ব্যাট হাতেও লড়েছেন তিনি। টেস্টে ৬ সেঞ্চুরিতে অশ্বিনের সংগ্রহে আছে ৩ হাজার ৫০৩ রান। ফিফটি ১৪টি। তাছাড়া রেকর্ড ১১বার প্লেয়ার অব সিরিজ হওয়ার কীর্তি আছে তার।
বাংলাদেশ সময়: ১২৫০ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২৪
আরইউ