ঢাকা, সোমবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৯ মে ২০২৫, ২১ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

টানা দ্বিতীয় সেঞ্চুরি করলেন জ্যোতি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:১৪, ডিসেম্বর ২৮, ২০২৪
টানা দ্বিতীয় সেঞ্চুরি করলেন জ্যোতি

প্রথম শ্রেণির ক্রিকেটে টানা দ্বিতীয় সেঞ্চুরির দেখা পেলেন নিগার সুলতানা জ্যোতি। এর আগে বাংলাদেশের নারী ক্রিকেটারদের মধ্যে প্রথম সেঞ্চুরিটিও এসেছিল তার ব্যাট থেকেই।

 

শনিবার সেন্ট্রাল জোনের হয়ে ইস্ট জোনের বিপক্ষে খেলতে নেমে ২১৮ বলে ১১টি বাউন্ডারির সাহায্যে তিনি তিন অঙ্কের ম্যাজিকাল স্কোর ছুঁয়েছেন।  

এর আগে, ইস্ট জোন প্রথম ইনিংসে ওপেনার দিলারা দিলারার ১০২ এবং তিথি ও সুপ্তার জোড়া ফিফটির ওপর ভর করে ৩৫৪ রান সংগ্রহ করেছিল। এর জবাবে সেন্ট্রাল জোনের ওপেনার মুর্শিদা খাতুন ১৭০ রানের দুর্দান্ত ইনিংস খেলেন, যা দলকে শক্ত ভিত গড়ে দেয়।

মুর্শিদার দেখানো পথে হেঁটে নিগার সুলতানাও নিজের টানা দ্বিতীয় সেঞ্চুরি তুলে নেন। তার এবং মুর্শিদা খাতুনের সেঞ্চুরিতে সেন্ট্রাল জোন ইতোমধ্যেই ইস্ট জোনের বিপক্ষে লিড নিয়েছে।

বাংলাদেশ সময়: ১৫১৪ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২৪
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।