ঢাকা, রবিবার, ১০ ফাল্গুন ১৪৩১, ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ শাবান ১৪৪৬

ক্রিকেট

রংপুরের নিয়ন্ত্রিত বোলিংয়ে ১২৪ রানেই শেষ বরিশালের ইনিংস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৯ ঘণ্টা, জানুয়ারি ২, ২০২৫
রংপুরের নিয়ন্ত্রিত বোলিংয়ে ১২৪ রানেই শেষ বরিশালের ইনিংস

দারুণ জয়ে বিপিএল শুরু করলেও দ্বিতীয় ম্যাচেই ধুঁকছে ফরচুন বরিশাল। ব্যাট হাতে ঠিকঠাক রান তুলতে পারেননি কেউ।

অপরদিকে রংপুর রাইডার্সের হয়ে বল হাতে আলো ছড়িয়েছেন নাহিদ রানা, খুশদিল শাহরা। তাদের বোলিং নৈপুণ্যে অল্প রানেই থেমে যায় বরিশাল।  

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ ম্যাচে আজ মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভার খেলতে পারেনি বরিশাল। ১৮ ওভার ২ বল খেলে সবগুলো উইকেট হারিয়ে করে ১২৪ রান।  

জাতীয় দলের হয়ে ব্যর্থ নাজমুল হাসান শান্ত বিপিএলেও তুলতে পারছেন না রান। তাকে হারিয়েই শুরু হয় বরিশালের ইনিংস। ১০ বলে ৯ করে মাহেদীর শিকার হন এই ওপেনার। তাওহীদ হৃদয় নেমে করতে পারেননি ৪ রানের বেশি। কিছুক্ষণ থিতু হয়ে থাকা তামিম ইকবালও খুব বেশি রান করতে পারেননি। ১৮ বলে ২৮ রান করে নাহিদ রানার বলে বোল্ড হন তিনি।  

গত ম্যাচে ফর্ম দেখানে কাইল মেয়ার্স ব্যর্থ হন এই ম্যাচে। তার ব্যাট থেকে আসে ১৩ রান। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে বরিশাল। মুশফিকুর রহিম ১২, মাহমুদউল্লাহ ১০ রান করে উইকেট হারান। শেষদিকে কিছুক্ষণ লড়েন মোহাম্মদ নবি। তার ব্যাট থেকে আসে ২১ রান।  

রংপুরের পক্ষে ৪ ওভারে ১৮ রান খরচায় ৩ উইকেট নেন খুশদিল শাহ। দুটি করে উইকেট পান নাহিদ ও ইফতিখার আহমেদ। একটি করে উইকেট নেন মাহেদী ও আকিফ জাভেদ।  

বাংলাদেশ সময়: ২০২৯ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০২৪
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।