ঢাকা, রবিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৮ মে ২০২৫, ২০ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

‘সাকিব ছাড়া বিপিএল লবণ ছাড়া তরকারির মতো’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৫৫, জানুয়ারি ৩, ২০২৫
‘সাকিব ছাড়া বিপিএল লবণ ছাড়া তরকারির মতো’ বিপিএল খেলছেন না সাকিব, তবে তার ভক্তরা তাকে ভুলে যাননি। ছবি: সংগৃহীত

গত মাস কয়েক ধরেই দেশের ক্রিকেটে আলোচনায় সাকিব আল হাসানের ক্যারিয়ার। ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যূত্থানে পতন হয় আওয়ামী লীগ সরকারের।

দলটির সংসদ সদস্য ছিলেন সাকিব। এ নিয়ে ক্ষোভ রয়েছে অনেকের।  

এ কারণে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুরে টেস্ট থেকে অবসর নিতে চাইলেও দেশেই ফিরতে পারেননি সাকিব। এবারের বিপিএলেও খেলতে পারছেন না তিনি। এর মধ্যেই শুক্রবার দুপুরে মিরপুরে সাকিবকে মিস করার কথা জানিয়ে ব্যানার হাতে স্টেডিয়ামের সামনে দাঁড়ান।

তাদের হাতে পোস্টারে ‘মিস ইউ, সাকিব আল হাসান ৭৫, ‘সাকিব তুমি বিজয়ের নাম, যা কখনো ভুলে যাওয়া যাবে না’, ‘সাকিবকে ছাড়া বিপিএল লবণ ছাড়া তরকারির মতো’ ইত্যাদি ব্যানার ছিল।

পোস্টার হাতে দাঁড়ানো একজন জানান, সাকিবকে ছাড়া শুধু বিপিএল নয় পুরো বাংলাদেশ ক্রিকেটই অসম্পূর্ণ।  আমরা সবাই জানি সাকিবের মানেটা কী। তার অনুপুস্থিতি বিপিএল ও বাংলাদেশের ক্রিকেটের জন্য বড় ক্ষতি।

এবারের বিপিএলে সাকিবকে দলে নিয়েছিল চিটাগাং কিংস। সরাসরি চুক্তিতে তাকে দলে নেয় তারা। যদিও দেশেই ফিরতে পারছেন না তিনি। এর মধ্যেই বোলিং অ্যাকশনও নিষিদ্ধ হয়েছে সাকিবের।

বিপিএলের শুরু থেকেই সমর্থকদের বিভিন্ন ধরনের প্রতিবাদ-বিক্ষোভ দেখা মিলছে। বিপিএল শুরুর আগের দিন টিকিটের জন্য বিক্ষোভ করেন সমর্থকরা। টুর্নামেন্টের প্রথম দিন দর্শকরা গেট ভেঙে ঢুকে পড়েন। বৃহস্পতিবার টিকিট কাউন্টারে আগুন ধরিয়ে দেওয়া হয়। শুক্রবার অবশ্য শান্তিপূর্ণভাবেই সাকিবকে বিপিএলে চেয়েছেন সমর্থকরা।  

বাংলাদেশ সময় : ১৫৫০ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০২৫
এমএইচবি/এএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।