ঢাকা, সোমবার, ৩১ ভাদ্র ১৪৩২, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ২২ রবিউল আউয়াল ১৪৪৭

ক্রিকেট

অভিষেকে ১৫০ রানে ‘প্রথম’ ব্রিটস্কি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৩৮, ফেব্রুয়ারি ১০, ২০২৫
অভিষেকে ১৫০ রানে ‘প্রথম’ ব্রিটস্কি ছবি: সংগৃহীত

পাকিস্তানের মাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাট হাতে আলো ছড়িয়েছেন দক্ষিণ আফ্রিকার হয়ে অভিষেক হওয়া ওপেনার ম্যাথিউ ব্রিটস্কি। ত্রিদেশীয় এই সিরিজের দ্বিতীয় ম্যাচে আজ ওপেনিংয়ে নামা এই ক্রিকেটার লড়তে থাকেন শক্ত হাতে।

 

বাকিরা আসা-যাওয়ার মিছিলে যোগ দিলেও ব্রিটস্কি থেকে যান। পাঁচে নামা উইয়ান মুল্ডারের সঙ্গে জুটি বাধা অবস্থায় পূর্ণ করেন সেঞ্চুরি। ১২৮ বলে করা এই শতক হাকিয়েও থামেননি তিনি। সেটি নিয়ে যান ১৫০ রানে। গড়েন দারুণ এক রেকর্ড। ইতিহাসে যা কেউ করতে পারেনি।  

১৪৮ বলে ৫ ছক্কা ও ১১ চারে ১৫০ রান করে ব্রিটস্টি ছাড়িয়ে যপান ওয়েস্ট ইন্ডিজের ডেসমন্ড হেইন্সকে। ১৯৭৮ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজের অভিষেক ওয়ানডেতে ১৪৮ রানের ইনিংস খেলেছিলেন তিনি। এবার তাকে পেছনে ফেলে রেকর্ডটি নিজের করে নিলেন প্রোটিয়া ওপেনার।  

আগে ব্যাট করতে নামা প্রোটিয়ারা ব্রিটস্কির দারুণ ইনিংসের পাশাপাশি জ্যাসন স্মিথের ৪১ ও মুল্ডারের ৬৪ রানে ৫০ ওভারে ৩০৪ রান সংগ্রহ করে। যা তাড়ায় নেমে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১০ ওভারে ১ উইকেট হারিয়ে ৫০ রান করেছে নিউজিল্যান্ড।  

বাংলাদেশ সময়: ১৫৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২৫
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ক্রিকেট এর সর্বশেষ