ঢাকা, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০১ জুলাই ২০২৫, ০৫ মহররম ১৪৪৭

ক্রিকেট

আম্পায়ারদের প্রশিক্ষণে সাইমন টফেলকে আনছে বিসিবি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:০৭, জুলাই ১, ২০২৫
আম্পায়ারদের প্রশিক্ষণে সাইমন টফেলকে আনছে বিসিবি সাইমন টফেল/সংগৃহীত ছবি

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) দেশের ক্রিকেট কাঠামোতে বড় কিছু পরিবর্তনের পথে হাঁটছে। সোমবার শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ১৯তম বোর্ড সভা শেষে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম জানিয়েছেন বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা।

আইসিসি’র সাবেক বর্ষসেরা ও এলিট প্যানেলের অভিজ্ঞ আম্পায়ার সাইমন টফেলকে নিয়োগ দিতে যাচ্ছে বিসিবি। তার সঙ্গে তিন বছরের চুক্তি চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

বিসিবি সভাপতি বলেন, “আমরা সাইমন টফেলের সঙ্গে প্রায় চুক্তিবদ্ধ। তিনি ও তার দল আমাদের আম্পায়ারদের প্রশিক্ষণ দেবেন, দীর্ঘমেয়াদে আম্পায়ারিং মান বাড়াতে এটা বড় এক পদক্ষেপ। ”

সাইমন টফেল আন্তর্জাতিক পর্যায়ে অসংখ্য ম্যাচ পরিচালনা করেছেন এবং বিশ্বজুড়ে আম্পায়ার প্রশিক্ষণের জন্য সমাদৃত। তার অভিজ্ঞতা কাজে লাগিয়ে বিসিবি চায় স্থানীয় আম্পায়ারদের আন্তর্জাতিক মানে তৈরি করতে।

ভারতের বাংলাদেশ সফর অনিশ্চিত

আগামী ১৭ আগস্ট থেকে শুরু হওয়ার কথা ছিল ভারতের বিপক্ষে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ। তবে বিসিবি জানিয়েছে, বর্তমান রাজনৈতিক পরিস্থিতির কারণে সিরিজটি নির্ধারিত সময়ে হওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

“আমরা বিসিসিআই’র সঙ্গে ইতিবাচক আলোচনা চালিয়ে যাচ্ছি। তারা তাদের সরকারের অনুমতির অপেক্ষায় আছে। এখন না হলে ভবিষ্যতে সিরিজটি আয়োজন করব,” বলেন বিসিবি সভাপতি।

বিপিএল অনুষ্ঠিত হবে ডিসেম্বর-জানুয়ারিতে, আসছে নতুন পাঁচ বছরের চক্র

সভায় জানানো হয়, বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পরবর্তী আসর অনুষ্ঠিত হবে আগামী ডিসেম্বর-জানুয়ারি মাসে। এবারের আসর দিয়ে নতুন পাঁচ বছরের চক্র শুরু হচ্ছে, যেখানে ফ্র্যাঞ্চাইজিগুলোর সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তি হবে।

বিপিএলের জন্য একটি পেশাদার ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি নিয়োগের প্রক্রিয়াও চলছে। বিশ্বের শীর্ষস্থানীয় কিছু প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা করছে বিসিবি।

এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।