ঢাকা, বৃহস্পতিবার, ১৯ আষাঢ় ১৪৩২, ০৩ জুলাই ২০২৫, ০৭ মহররম ১৪৪৭

ক্রিকেট

ভারতের বাংলাদেশ সফর অনিশ্চিত, দিল্লি থেকে মেলেনি ‘সবুজ সংকেত’

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:২৭, জুলাই ২, ২০২৫
ভারতের বাংলাদেশ সফর অনিশ্চিত, দিল্লি থেকে মেলেনি ‘সবুজ সংকেত’ ছবি: সংগৃহীত

আগামী ১৩ আগস্ট বাংলাদেশ সফরে আসার কথা ছিল ভারতীয় ক্রিকেট দলের। সূচি অনুযায়ী খেলার কথা ছিল তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ।

প্রায় দুই মাস আগেই ঘোষণা করা হয়েছিল এই দ্বিপাক্ষিক সিরিজের দিনক্ষণ। কিন্তু সব পরিকল্পনা আপাতত অনিশ্চয়তার মুখে। কারণ, এখনও ভারত সরকারের পক্ষ থেকে সফরের জন্য চূড়ান্ত অনুমোদন পায়নি বিসিসিআই।

দিল্লির একাধিক সরকারি সূত্রের বরাত দিয়ে বিবিসি বাংলা জানিয়েছে, রাজনৈতিক কারণেই বাংলাদেশ সফর নিয়ে ইতস্তত করছে ভারত সরকার। ভারতীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঘনিষ্ঠ একটি সূত্রের দাবি, বর্তমান কূটনৈতিক বাস্তবতায় বাংলাদেশ সফর কোনো ইতিবাচক বার্তা দেবে না, এমন ভাবনা থেকেই সফরে সম্মতি দিচ্ছে না দিল্লি।

এই অবস্থায় নির্ধারিত সময়ে, অর্থাৎ ১৭ আগস্ট থেকে মিরপুরে শুরু হওয়ার কথা থাকলেও, সিরিজটি আয়োজন হওয়া নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। সূচি অনুযায়ী সিরিজটি শেষ হওয়ার কথা ৩১ আগস্ট, আর ১ সেপ্টেম্বর ভারত দলের বাংলাদেশ ত্যাগের কথা। কিন্তু ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার মতে, সাম্প্রতিক কিছু ঘটনা, বিশেষ করে ভারত-পাকিস্তান উত্তেজনা ঘিরে বাংলাদেশের এক সাবেক সামরিক কর্মকর্তার বিতর্কিত মন্তব্য, সফর অনিশ্চয়তার পেছনে ভূমিকা রেখেছে।

উল্লেখযোগ্যভাবে, ওই মন্তব্যের বিষয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় দ্রুত সাড়া দিয়েছিল। তারা স্পষ্ট জানায়, সাবেক কর্মকর্তার বক্তব্যের সঙ্গে বাংলাদেশ সরকারের কোনো সংশ্লিষ্টতা নেই। তবু ভারতীয় প্রশাসনের অনীহা কাটেনি।

ভারতের আরেকটি গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশ সফর নিয়ে বিসিসিআই শুরু থেকেই অনাগ্রহী ছিল। নিরাপত্তা নিয়ে উদ্বেগের কথাও জানিয়েছে তারা। আর সেই উদ্বেগের কারণে ভারতের কেন্দ্রীয় সরকারের ‘সবুজ সংকেত’ ছাড়া বিসিসিআই এককভাবে সিদ্ধান্ত নিচ্ছে না।

এই প্রসঙ্গে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বলেন, ‘আমরা সিরিজটি পূর্ব নির্ধারিত সময়েই আয়োজন করতে চাইছি। তবে ভারত যদি আগস্টে সফরে না আসে, তাহলে ভবিষ্যতের ফাঁকা সময়ে সিরিজটি আয়োজনের চেষ্টা করা হবে। ’ তিনি আরও জানান, ‘সফর নিয়ে বিসিসিআইয়ের সঙ্গে আলোচনা চলছে এবং শুধু বাংলাদেশ নয়, আরও কয়েকটি সফরের ক্ষেত্রেও ভারত সরকার বিধিনিষেধ আরোপ করেছে। ’

তবে বাস্তবতা বলছে, সফর পিছিয়ে গেলে ২০২৫ সালের মধ্যে আর সিরিজ আয়োজনের সুযোগ পাওয়া কঠিন। কারণ সেপ্টেম্বর থেকে শুরু হবে এশিয়া কাপের প্রস্তুতি। এরপর অক্টোবর-নভেম্বরে বাংলাদেশের রয়েছে ওয়েস্ট ইন্ডিজ ও আয়ারল্যান্ড সিরিজ। ডিসেম্বরে বিপিএল, আর ফেব্রুয়ারি-মার্চে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ।

সব মিলিয়ে ভারত সফর না করলে, ঘরের মাঠে ভারতকে পাওয়া বাংলাদেশের জন্য এ বছর আর সম্ভব হচ্ছে না বললেই চলে। এখন দেখার বিষয়, কূটনৈতিক টানাপড়েনের এই আবহে বিসিসিআই আদৌ সরকারের অনুমোদন আদায় করে সফরের দিনক্ষণ ঠিক রাখতে পারে কি না।

আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।