ঢাকা, বৃহস্পতিবার, ১৯ আষাঢ় ১৪৩২, ০৩ জুলাই ২০২৫, ০৭ মহররম ১৪৪৭

ক্রিকেট

তানজিমের শুরুর পর জোড়া আঘাত হানলেন তাসকিন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:০৭, জুলাই ২, ২০২৫
তানজিমের শুরুর পর জোড়া আঘাত হানলেন তাসকিন

হতাশার টেস্ট সিরিজ শেষের পর ওয়ানডেতে ভালো শুরু পেয়েছে বাংলাদেশ। প্রথম ওয়ানডেতে আজ খেলতে নেমে দুই নিশান মাদুসকা ও কামিন্দু মেন্ডিসকে ফেরান তাসকিন আহমেদ।

এর আগে পাথুম নিশাঙ্কাকে ফিরিয়ে শুরুটা করেন তানজিম হাসান সাকিব।  

প্রেমাদাসা স্টেডিয়ামে আজ টস হেরে আগে ফিল্ডিং করতে নামতে হয় মেহেদি হাসান মিরাজের দলকে। মেডেন দিয়ে তাসকিন নিজের ওভার শুরু করার পর চতুর্থ ওভারে গিয়ে উইকেট নেন তানজিম। অফ স্টাম্পের বাইরের বল খেলতে গিয়ে উইকেটের পেছনে লিটন দাসের হাতে ক্যাচ তুলে দিয়ে নিশাঙ্কা ফেরেন শূন্য রানে।  

আরেক ওপেনার নিশান মাদুসকাকে বেশিক্ষণ টিকতে দেননি তাসকিন। তার বল লঙ্কান ওপেনাররের ব্যাটে লেগে স্টাম্পে আঘাত হাতে। ৬ রানে ফিরতে হয় তাকে। চারে নামা কামিন্দু মেন্ডিসও শিকার হন তাসকিনের। তার বল উড়িয়ে মারতে গিয়ে মিরাজের হাতে ধরা পড়েন লঙ্কান ব্যাটার। ফেরেন কোনো রান না করেই।  

দ্রুত ৩ উইকেট হারিয়ে অবশ্য চতুর্থ উইকেট জুটি গড়েছেন কুসল মেন্ডিস ও চারিথ আসালাঙ্কা। দুজনের ব্যাটে ভর করে এগিয়ে যাচ্ছে দল।  

আরইউ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।