ঢাকা, বৃহস্পতিবার, ১৯ আষাঢ় ১৪৩২, ০৩ জুলাই ২০২৫, ০৭ মহররম ১৪৪৭

ক্রিকেট

বড় হারে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:২৩, জুলাই ২, ২০২৫
বড় হারে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের

তানজিদ হাসান তামিম ও নাজমুল হাসান শান্ত যতক্ষণ ছিলেন, ম্যাচ হেলে ছিল বাংলাদেশের দিকেই। ১ উইকেট হারিয়ে ৯৯ রান তুলে ফেলেছিল তারা।

কিন্তু শান্ত রানআউট হওয়ার পরেই সর্বনাশটা হয়ে গেল। হুড়মুড় করেই বাকি সব উইকেট পড়ে গেল। শেষদিকে যদিও একাই লড়েন জকের আলি অনিক। তাতে আর লাভ হয়নি। লজ্জার পরাজয় জুটলো প্রথম ম্যাচেই।

কলম্বোয় আজ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার কাছে ৭৭ রানের বিশাল ব্যবধানে হেরেছে বাংলাদেশ। আগে ব্যাট করে ১০ উইকেটে ২৪৪ রান করে লঙ্কানরা। জবাবে ১৬৭ রান তুলতেই গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস।  

লক্ষ্য তাড়ায় নেমে দলীয় ২৯ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। অভিষেক ওয়ানডে খেলতে নামা পারভেজ হোসেন ইমন ব্যক্তিগত ১৩ রানে বিদায় নেন। তবে এরপর ভালো জুটি গড়ে ধাক্কা সামাল দেন তানজিদ হাসান ও নাজমুল হোসেন শান্ত। তাদের জুটিতে ভর করে ১ উইকেটে ৯৯ রান পর্যন্ত যায় বাংলাদেশ।

সপ্তদশ ওভারে শান্ত রান আউট (২৩) হলে ভেঙে পড়ে বাংলাদেশের ব্যাটিং লাইনআপ। শূন্য রানে বিদায় নেন লিটন দাস। কিছুক্ষণ পর উইকেট হারান তানজিদও। তার ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৬২ রান। এরপর একে একে বিদায় নেন তাওহীদ হুদয়, মেহেদি হাসান মিরাজ, তানজিম সাকিব, তাসকিন আহমেদ। শেষদিকে গিয়ে লড়তে থাকা জাকেরকে সঙ্গ দেন তানভির। তবে ১৯ বলে ৫ রান করে বিদায় নিতে হয় তাকে। ৬৪ বলে ৫১ রান করে জাকের বিদায় নিয়ে গুটিয়ে যায় ইনিংস।

লঙ্কানদের হয়ে ৪টি উইকেট নেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। ৩টি নেন কামিন্দু মেন্ডিস।  

এর আগে টস জিতে ব্যাট করতে নামা লঙ্কানদের ইনিংসে প্রথম আঘাত হানেন তানজিম। তার বলে উইকেটকিপার লিটন দাসের হাতে ক্যাচ দেন পাথুম নিসাঙ্কা (০)। এরপর ২৪ যোগ করতেই আরও ৩ উইকেট হারায় শ্রীলঙ্কা। দুটিই তাসকিনের শিকার।  

সেখান থেকে কুশল মেন্ডিস ও আসালাঙ্কা মিলে জুটি গড়ার চেষ্টা করেন। তারা দুজন মিলে তাদের দলের রান ৮৯ পর্যন্ত নিয়ে যান। ৪৩ বলে ৪৫ রান করা কুশলকে বিদায় করে এই জুটি ভাঙেন অভিষিক্ত বাঁহাতি স্পিনার তানভীর।  

এরপর জানিথ লিয়ানাগের সঙ্গে মিলে শ্রীলঙ্কাকে দেড়শ পার করান আসালাঙ্কা। সেই জুটির সমাপ্তি হয় শান্তর হাতে। পার্ট-টাইম স্পিনে তিনি ২৯ রান করা লিয়ানাগেকে বিদায় করেন। এরপর আরও দুটি ছোট ছোট জুটি পায় শ্রীলঙ্কা। দুটিতেই মূল ভূমিকা পালন করেন আসালাঙ্কা। এর মধ্যে মিলান রত্নায়েকে ও ওয়ানিন্দু হাসারাঙ্গা দুজনেই ২২ রান করে করেন।  

শেষদিকে লঙ্কান ইনিংস একাই টেনে নেন আসালাঙ্কা। তুলে নেন দারুণ এক সেঞ্চুরি। সেটির ওপর ভর করেই অবশ্য দেড়শ ছুঁতে পারেনি শ্রীলঙ্কা। শেষ ওভারে আসালাঙ্কাকে (১২৩ বলে ১০৬ রান) বিদায় করেন তানজিম।  

আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।