ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডে সামনে রেখে বাংলাদেশ শিবিরে জোর প্রস্তুতি চলছে। অনুশীলনে স্পিনারদের আরও ম্যাচসুলভ পরিবেশে আনতে চাইছেন দলের স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ।
নেটে ব্যাটসম্যান ও বোলারদের জন্য বাস্তব পরিস্থিতি তৈরি করাকেই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করছেন এই পাকিস্তানি কোচ।
তিনি বলেন, ‘আমরা নেটের অনুশীলনকে ম্যাচের পরিবেশের খুব কাছাকাছি আনতে চাই। ব্যাটসম্যানদের জন্য কিভাবে সিঙ্গেল নিতে হয়, সেই অনুভূতি পাওয়া খুব জরুরি। এজন্যই স্পিনাররা ফিল্ড পজিশন সেট করে বল করছে, যেন ম্যাচের মতো পরিস্থিতি তৈরি হয়। ’
মুশতাক আরও বলেন, 'প্রক্রিয়া ভুলে গেলে চলবে না। প্রক্রিয়াই সব। উইকেট পেতে হলে ভালো বল করতে হয়, কিন্তু শুধু ভালো বোলিং নয়- ঘোরানো পিচে আমার বক্তব্য সহজ, ভালো বোলিং করো, উইকেট আসবেই। তোমার কৌশল মনে রাখো এবং বিশ্বাস রাখো। '
তিনি বিশ্বাস করেন, ধারাবাহিক সঠিক প্রক্রিয়া বজায় রাখতে পারলেই তরুণ স্পিনাররা আরও আত্মবিশ্বাসী হয়ে উঠবে এবং বড় সাফল্য পাবে মাঠে।
এফবি/আরইউ