বাংলাদেশ দলের প্রধান কোচ ফিল সিমন্স ব্যক্তিগত কারণে শুক্রবার শ্রীলঙ্কা ছাড়ছেন। তিনি লন্ডনে চিকিৎসকদের সঙ্গে পূর্বনির্ধারিত এক মেডিকেল অ্যাপয়েন্টমেন্টে অংশ নিতে যাচ্ছেন।
সম্প্রতি গুঞ্জন উঠেছিল যে, পারফরম্যান্স মূল্যায়নের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম সিমন্সকে ডেকেছেন। তবে এটি সত্য নয়। সিমন্সের এই সফর পুরোপুরি চিকিৎসা-সংক্রান্ত এবং তা তিনি আগেই বোর্ডের সঙ্গে আলোচনার মাধ্যমে পরিকল্পনা করেছিলেন।
দলের ম্যানেজার নাফিস ইকবাল বিষয়টি নিশ্চিত করে বলেন, “ফিল সিমন্স ব্যক্তিগত কারণে দু’দিনের জন্য যাচ্ছেন। ফেব্রুয়ারিতে তার একবার চিকিৎসকের সঙ্গে দেখা করার কথা ছিল, কিন্তু চ্যাম্পিয়নস ট্রফির কারণে তা সম্ভব হয়নি। এবারও তিনি চেষ্টা করেছিলেন অ্যাপয়েন্টমেন্ট পিছিয়ে দিতে, কিন্তু সেটি আর পরিবর্তন সম্ভব হয়নি। সফরের আগে থেকেই তিনি বোর্ডকে বিষয়টি জানিয়ে রেখেছিলেন। ”
সিমন্স আগামী ৭ জুলাই শ্রীলঙ্কায় দলের সঙ্গে পুনরায় যোগ দেবেন বলে আশা করা হচ্ছে। ফলে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচে তিনি ডাগআউটে থাকবেন। এরপর বাংলাদেশের সামনে রয়েছে তিনটি টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ।
শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্ট ড্র করলেও দ্বিতীয় টেস্টে হেরে সিরিজ খুইয়েছে বাংলাদেশ। এরপর প্রথম ওয়ানডেতেও ব্যাটিং ধসের কারণে হেরেছে টাইগাররা।
এমএইচএম