শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের গুরুত্বপূর্ণ দ্বিতীয় ওয়ানডে ম্যাচের আগে বাংলাদেশ দলের অনুশীলনে ফিরেছেন লেগ-স্পিনার রিশাদ হোসেন। তবে অনুপস্থিত ছিলেন লিটন দাস।
জ্বরে ভোগায় প্রথম ওয়ানডেতে খেলতে পারেননি রিশাদ, যিনি এর আগে ঢাকায় শ্রীলঙ্কার বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ জয়ে বড় ভূমিকা রেখেছিলেন। সেই সিরিজে তার বোলিং ছিল দুর্দান্ত, সঙ্গে বড় শট খেলাতেও আলো ছড়িয়েছেন এই তরুণ অলরাউন্ডার।
আজ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে পাঠানো ভিডিওতে দেখা গেছে, রিশাদ পুরোদমে অনুশীলন করছেন। ব্যাটিং ও বোলিং—দুই বিভাগেই ছিলেন মনোযোগী।
প্রথম ম্যাচে ৭৭ রানে হারের পর দল সাজাতে কিছু পরিবর্তন আনতে পারে ম্যানেজমেন্ট, সেই জায়গায় রিশাদের একাদশে ফেরাটা প্রায় নিশ্চিত বলেই ধরা হচ্ছে।
অন্যদিকে, আজকের অনুশীলনে দেখা যায়নি লিটন দাসকে। চলতি বছর ওয়ানডেতে রীতিমতো ব্যর্থতার মধ্য দিয়ে যাচ্ছেন এই ওপেনার। শেষ ৮ ওয়ানডে ইনিংসে তার সংগ্রহ মাত্র ১৩ রান, এর মধ্যে চারবারই আউট হয়েছেন ‘ডাক’ মেরে। এমনকি একবারও দুই অঙ্কে যেতে পারেননি তিনি।
প্রথম ম্যাচেও শূন্য রানে আউট হওয়া লিটনের অনুপস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে—তার জায়গা কি এবার নিরাপদ থাকবে?
আগামীকাল শনিবার কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে মাঠে গড়াবে সিরিজের দ্বিতীয় ম্যাচ।
এমএইচএম