আগের ম্যাচে ১ উইকেটে ১০০ রান তোলার পর হুড়মুড় করে ভেঙে পড়েছিল বাংলাদেশের ব্যাটিং লাইনআপ। সেদিন অবশ্য টস হেরে পরে ব্যাট করেছিল বাংলাদেশ।
কলম্বোর আর. প্রেমাদাসা স্টেডিয়ামে আজ (দ্বিতীয় ওয়ানডে ম্যাচে) টস জিতেছেন বাংলাদেশের নতুন ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। আগে ব্যাট বেছে নিয়েছেন তিনি। বাংলাদেশ দল আজ দুটি পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে। একাদশে জায়গা পেয়েছেন শামিম হোসেন ও হাসান মাহমুদ, আর বাদ লিটন দাস ও তাসকিন আহমেদ। এর মধ্যে তাসকিনের বাদ পড়ার কারণ চোট।
প্রথম ম্যাচ জিতে ৩ ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে শ্রীলঙ্কা। দ্বিতীয় ম্যাচে তারা ‘উইনিং কম্বিনেশন’ ভেঙেছে। দুনিথ ভেল্লালাগে ও দুশমন্থ চামিরাকে একাদশে ফেরানো হয়েছে। তাদের জায়গা দিতে বাদ দেওয়া হয়েছে মিলান রত্নায়েকে ও ঈশান মালিঙ্গাকে।
বাংলাদেশ একাদশ:
১. তানজিদ হাসান
২. পারভেজ হোসেন
৩. নাজমুল হোসেন শান্ত
৪. শামীম হোসেন
৫. তাওহিদ হৃদয়
৬. মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক)
৭. জাকের আলী
৮. তানজিম হাসান
৯. হাসান মাহমুদ
১০. তানভির ইসলাম
১১. মোস্তাফিজুর রহমান
শ্রীলঙ্কা একাদশ:
১. নিসান মাদুশকা
২. পাথুম নিসাঙ্কা
৩. কুশল মেন্ডিস
৪. কামিন্দু মেন্ডিস
৫. চারিথ আসালাঙ্কা (অধিনায়ক)
৬. জেনিথ লিয়ানাগে
৭. দুনিথ ভেল্লালাগে
৮. ওয়ানিন্দু হাসারাঙ্গা
৯. মাহিশ থিকশানা
১০. দুশমন্থ চামিরা
১১. আসিথা ফার্নান্দো
এমএইচএম