আগের দিন পরে ব্যাট করতে নেমে ভালো শুরু পেয়েছিল বাংলাদেশ। এরপর হুড়মুড় করে ভেঙে পড়েছিল ব্যাটিং লাইনআপ।
কলম্বোর আর. প্রেমাদাসা স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ম্যাচে আজ টস জিতে আগে ব্যাটিং বেছে নেন বাংলাদেশের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। একাদশে দুটি পরিবর্তনও এসেছে। বাজে ফর্মে থাকা লিটন দাস ও চোটে আক্রান্ত তাসকিন আহমেদের জায়গায় এসেছেন শামিম হোসেন ও হাসান মাহমুদ।
ব্যাটিংয়ের শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। দলীয় সংগ্রহ ১০ স্পর্শ করতেই বিদায় নেন ওপেনার তানজিদ হাসান তামিম (৭)। তবে এরপর ৬৩ রানের জুটি গড়ে ভালো কিছুর ইঙ্গিত দেন পারভেজ হোসেন ইমন ও নাজমুল হোসেন শান্ত। ইমন ফিফটি তুলে নিলেও ১৯ বলে ১৪ রান করে বিদায় নেন সদ্যই টি-টোয়েন্টি স্কোয়াড থেকে বাদ পড়া শান্ত।
এরপর তাওহিদ হৃদয় ও ইমন মিলে আরেকটি জুটি গড়ার চেষ্টা করেন। এটি বেশিদূর এগোতে পারেনি। কারণ ফিফটির পর ইনিংস বড় করতে পারেননি ইমন। লঙ্কান স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গার বলে বোল্ড হয়ে ফেরেন ব্যক্তিগত ৬৭ রানে। পাঁচে নামা মেহেদী হাসান মিরাজও পারেননি টিকে থাকতে। বাংলাদেশ দলের অধিনায়ক ১০ বলে করেছেন ৯ রান।
বিপর্যয়ে হাল ধরেছেন শামিম ও হৃদয়। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২৮ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৫৮ রান করেছে বাংলাদেশ। শামিম ও হৃদয় দুজনেই বিশোর্ধ্ব রান নিয়ে ব্যাট করছেন।
এমএইচএম