ঢাকা, মঙ্গলবার, ২৪ আষাঢ় ১৪৩২, ০৮ জুলাই ২০২৫, ১২ মহররম ১৪৪৭

ক্রিকেট

সালমানের নেতৃত্বে বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৪৯, জুলাই ৮, ২০২৫
সালমানের নেতৃত্বে বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান

বাংলাদেশ সফরের জন্য আজ ১৫ সদস্যের টি-টোয়েন্টি দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। দলটির নেতৃত্বে থাকবেন সালমান আলি আগা।

তিন ম্যাচের এই সিরিজে থাকছেন না পাকিস্তানের তিন প্রধান তারকা বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান ও শাহিন শাহ আফ্রিদি। আগেই তাদের না থাকার গুঞ্জন ছিল, এবার সেটাই নিশ্চিত করল পিসিবি। ফলে একটি অপেক্ষাকৃত তরুণ দল নিয়েই বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান।

এই সিরিজ দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হতে পারে দুই পেসার সালমান মির্জা ও আহমেদ দানিয়ালের। তারা দুজনই নিজেদের প্রমাণ করেছেন পাকিস্তানের ঘরোয়া টি-টোয়েন্টিতে, বিশেষ করে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) নজর কাড়েন তারা।

সিরিজের তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। প্রথম ম্যাচ ২০ জুলাই, পরের দুটি অনুষ্ঠিত হবে যথাক্রমে ২২ ও ২৪ জুলাই।

একনজরে পাকিস্তানে স্কোয়াড: সালমান আলি আগা (অধিনায়ক), আবরার আহমেদ, আহমেদ দানিয়াল, ফাহিম আশরাফ, ফখর জামান, হাসান নেওয়াজ, হুসাইন তালাত, খুশদিল শাহ, মোহাম্মদ আব্বাস আফ্রিদি, মোহাম্মদ হারিস (উইকেটরক্ষক), মোহাম্মদ নওয়াজ, শাহিবজাদা ফারহান (উইকেটরক্ষক), সাইম আইয়ুব, সালমান মির্জা, সুফিয়ান মুকিম।

আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।