এজবাস্টনে ইংল্যান্ডের বিপক্ষে ভারতের দাপুটে জয়ের পর আইসিসির টেস্ট ব্যাটসম্যানদের র্যাংকিংয়ে এসেছে বড় পরিবর্তন। নতুন করে শীর্ষে উঠে এসেছেন ইংলিশ ব্যাটার হ্যারি ব্রুক।
ঘরের মাঠে ভারতের বিপক্ষে প্রথম ইনিংসে ১৫৮ রানের দুর্দান্ত ইনিংস খেলে টেস্ট র্যাংকিংয়ে আবারও এক নম্বরে জায়গা করে নিয়েছেন ব্রুক। তার দারুণ এই পারফরম্যান্সের কারণে সতীর্থ জো রুট নেমে গেছেন দ্বিতীয় স্থানে। রুটের থেকে এখন ১৮ রেটিং পয়েন্ট এগিয়ে আছেন ব্রুক।
শীর্ষ দশে জায়গা করে নিয়েছেন আরও কয়েকজন। ভারতের অধিনায়ক শুভমান গিল লম্বা লাফ দিয়ে উঠে এসেছেন ক্যারিয়ার সেরা ষষ্ঠ স্থানে। এজবাস্টনে তার দুই ইনিংসে ২৬৯ ও ১৬১ রানের ইনিংস দলের জয়ে বড় ভূমিকা রাখে। শীর্ষস্থানে ওঠা ব্রুক থেকে মাত্র ৭৯ রেটিং পয়েন্ট দূরে রয়েছেন তিনি।
র্যাংকিংয়ে গিলের উপরে এখন আছেন কেবল জো রুট (দ্বিতীয়), কেন উইলিয়ামসন (তৃতীয়), যশস্বী জয়সওয়াল (চতুর্থ) ও স্টিভেন স্মিথ (পঞ্চম)।
একই টেস্টে ইংল্যান্ডের উইকেটরক্ষক জেমি স্মিথ দুর্দান্ত ব্যাটিংয়ে উন্নতি করেছেন ১৬ ধাপ। অপরাজিত ১৮৪ ও ৮৮ রানের ইনিংস খেলে উঠে এসেছেন দশম স্থানে। অন্যদিকে দক্ষিণ আফ্রিকার উইয়ান মুল্ডার জিম্বাবুয়ের বিপক্ষে অপরাজিত ৩৬৭ রান করে ৩৪ ধাপ এগিয়ে এখন আছেন ২২তম স্থানে।
প্রোটিয়া এই ব্যাটার ব্যক্তিগত ৩৬৭ রানে অপরাজিত থাকাকালীন ৬২৬/৫ স্কোরে ইনিংস ঘোষণা করে তারা। ফলে ব্রায়ান লারার ৪০০ রানের টেস্ট রেকর্ড স্পর্শ কিংবা ভাঙা হয়নি তার। তবে দারুণ ইনিংসের পুরস্কার হিসেবে অলরাউন্ডার র্যাংকিংয়ে ১২ ধাপ এগিয়ে তৃতীয় স্থানে উঠে এসেছেন মুল্ডার। শীর্ষে রয়েছেন ভারতের রবীন্দ্র জাদেজা।
বোলারদের র্যাংকিংয়েও হয়েছে বেশ কিছু পরিবর্তন। ভারতের জসপ্রিত বুমরাহ খেলতে না নামলেও টেস্ট বোলারদের শীর্ষস্থান ধরে রেখেছেন। তার সতীর্থ মোহাম্মদ সিরাজ ৬ ধাপ এগিয়ে এখন আছেন ২২তম স্থানে। ওয়েস্ট ইন্ডিজের দুই পেসার শামার জোসেফ ও আলজারি জোসেফও ৬ ধাপ করে এগিয়ে যথাক্রমে ২৯তম ও ৩১তম স্থানে উঠে এসেছেন।
এছাড়া ওয়ানডে র্যাংকিংয়েও এসেছে পরিবর্তন। ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে সিরিজ জয়ের পর উজ্জ্বল পারফরম্যান্সের সুবাদে এগিয়ে গেছেন শ্রীলঙ্কার চারিথ আসালাঙ্কা। দুই ধাপ এগিয়ে আছেন ব্যাটারদের তালিকায় ষষ্ঠ স্থানে। আর সিরিজসেরা পারফরম্যান্সের কারণে কুশল মেন্ডিস ১০ ধাপ এগিয়ে উঠে এসেছেন দশম স্থানে।
অন্যদিকে ওয়ানডে বোলারদের তালিকায় শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা ১১ ধাপ এগিয়ে এখন অষ্টম স্থানে। বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচে ৯ উইকেট পেয়েছিলেন তিনি।
আরইউ