ঢাকা, শনিবার, ২৮ আষাঢ় ১৪৩২, ১২ জুলাই ২০২৫, ১৬ মহররম ১৪৪৭

ক্রিকেট

মেয়ার্স-ইফতিখারের ঝড়, খালেদের দারুণ বোলিংয়ে জয়ে শুরু রংপুরের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:১৫, জুলাই ১১, ২০২৫
মেয়ার্স-ইফতিখারের ঝড়, খালেদের দারুণ বোলিংয়ে জয়ে শুরু রংপুরের ছবি: সংগৃহীত

ওপরের সারির ব্যাটসম্যানদের ব্যর্থতার পর কাইল মেয়ার্স ও ইফতিখার আহমেদের ব্যাটে ঘুরে দাঁড়ায় রংপুর রাইডার্স। এরপর সৈয়দ খালেদ আহমেদের বিধ্বংসী বোলিংয়ে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সকে ৮ রানে হারিয়ে জয় পায় বর্তমান চ্যাম্পিয়নরা।

আজ বাংলাদেশ সময় সকালে গ্লোবাল সুপার লিগে (জিএসএল) প্রভিডেন্স স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৬২ রান তোলে রংপুর। জবাবে ১৯.১ ওভারে ১৫৪ রানে গুটিয়ে যায় গায়ানা।

ম্যাচের নায়ক খালেদ আহমেদ। শুরুতে একটু খরুচে হলেও পরে নিয়ন্ত্রিত বোলিংয়ে ফেরেন। ৩৬ রানে ৪ উইকেট নিয়ে জিতে নেন ম্যাচ সেরার পুরস্কার। শেষ ওভারে পরপর দুই বলে দুই উইকেট নিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন এই পেসার।

টস জিতে ব্যাট করতে নামা রংপুরের শুরুটা ছিল মন্থর। সাইফ হাসান ও সৌম্য সরকার পাওয়ার প্লেতে কোনো উইকেট না হারালেও রান তুলতে পারেননি দ্রুত। অষ্টম ওভারে গুডাকেশ মোটির বলে বোল্ড হন ১৮ রান করা সাইফ। ৪৯ রানে ভাঙে উদ্বোধনী জুটি। একই বোলারের পরের ওভারে আউট হন সৌম্য। তিনি ৩৬ বলে করেন ৩৫ রান।

এরপর আজমতউল্লাহ ওমারজাই, ইয়াসির আলি ও অধিনায়ক নুরুল হাসান দ্রুত বিদায় নেন। সোহান ১০ বলে করেন ১৮ রান। তখন রানরেট নেমে যায় ছয়ের নিচে। তবে শেষ দিকে মেয়ার্স ও ইফতিখার মিলে গড়েন ৪৩ বলে ৭৬ রানের অপরাজিত জুটি। মেয়ার্স ৩১ বলে করেন ৪৪ রান, ইফতিখার করেন ২১ বলে ৩৪।

গায়ানার হয়ে ২টি করে উইকেট নেন গুডাকেশ মোটি ও ইমরান তাহির।

রান তাড়ায় শুরুতেই গুরবাজকে হারায় গায়ানা। দ্বিতীয় উইকেটে জনসন চার্লস ও মইন আলি গড়েন ৪৮ রানের জুটি। তবে হারমিত সিং ও শামসির বোলিংয়ে দ্রুত ভেঙে যায় এই জুটি। চার্লস ২৮ বলে করেন ৪০ রান, মইন করেন ১৮ বলে ২৭।

রাদারফোর্ড ও হেটমায়ারকে ফিরিয়ে আবার ম্যাচে ফেরান খালেদ। শেষ ওভারে প্রয়োজন ছিল ১১ রান। সেই ওভারের প্রথম চার বলে দেন ১১ রান। কিন্তু পঞ্চম ও ষষ্ঠ বলে তুলে নেন প্রিটোরিয়াস ও স্প্রিঙ্গারের উইকেট। পরের ওভারের প্রথম বলেই ভিসাকে বোল্ড করে ম্যাচ শেষ করেন ওমারজাই।

রোববার একই ভেন্যুতে হোবার্ট হারিকেন্সের বিপক্ষে পরবর্তী ম্যাচে মুখোমুখি হবে রংপুর।

আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।