শ্রীলঙ্কায় টেস্ট, ওয়ানডের পর এবার টি-টোয়েন্টিতেও সিরিজ হার উঁকি দিচ্ছে বাংলাদেশকে। প্রথম ম্যাচ হেরে এরইমধ্যে ব্যাকফুটে চলে গেছে তারা।
ডাম্বুলায় সিরিজের দ্বিতীয় ম্যাচটিতে টস জিতে আগে ফিল্ডিং বেছে নিয়েছে শ্রীলঙ্কা।
এই ম্যাচের একাদশে একটি তিনটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। মোহাম্মদ নাঈমের জায়গায় মিডল অর্ডার ব্যাটার হিসেবে এসেছেন জাকের আলি। এছাড়া একাদশে ঢুকেছেন মোস্তাফিজুর রহমান এবং শরিফুল ইসলাম। আর একাদশ থেকে ছিটকে গেছেন তাসকিন আহমেদ ও তানজিম হাসান সাকিব।
ঊরুর মাংসপেশিতে টান লাগায় আগের ম্যাচের একাদশে ছিলেন না জাকের।
তিন বছর পর শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচ দিয়ে টি–টোয়েন্টিতে ফেরা মোহাম্মদ নাঈম ২৯ বলে ৩২ রান করে অপরাজিত থাকেন। কিন্তু এক ম্যাচ খেলেই সাইডলাইনে যেতে হলো তাকে। আর আগের ম্যাচে তাসকিন ৪ ওভারে ৪৩ ও তানজিম ৪ ওভারে ৩৪ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন।
অন্যদিকে শ্রীলঙ্কার একাদশ অপরিবর্তিত।
বাংলাদেশ একাদশ: পারভেজ হোসেন, তানজিদ হাসান, লিটন দাস, জাকের আলি, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, শামীম হোসেন, রিশাদ হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, শরিফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।
এমএইচএম