ঢাকা, সোমবার, ২৯ আষাঢ় ১৪৩২, ১৪ জুলাই ২০২৫, ১৮ মহররম ১৪৪৭

ক্রিকেট

১৩ ইনিংস পর ফিফটি লিটনের, বাংলাদেশের লড়াকু সংগ্রহ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:১৩, জুলাই ১৩, ২০২৫
১৩ ইনিংস পর ফিফটি লিটনের, বাংলাদেশের লড়াকু সংগ্রহ লিটন দাস/সংগৃহীত ছবি

আগের ম্যাচ হেরে ব্যাকফুটে আছে বাংলাদেশ। এই ম্যাচ হারলে সিরিজ হারাতে হবে।

এমন সমীকরণের ম্যাচে জ্বলে উঠলো অফ-ফর্মে থাকা লিটন দাসের ব্যাট। ১৩ ইনিংস অপেক্ষার পর টি-টোয়েন্টি ক্যারিয়ারের ১২তম ফিফটির দেখা পেয়েছেন তিনি। যেটি আবার শ্রীলঙ্কার বিপক্ষে তার প্রথম ফিফটি।

২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে ফিফটি পেয়েছিলেন লিটন। এর মাঝে ওয়ানডে ও টেস্টেও ব্যর্থতার বৃত্তে আটকে ছিলেন তিনি। অবশেষে দলের কঠিন সময়েই ফিফটির দেখা পেয়েছেন এই ডানহাতি। তার ফিফটিতে ভর করে ৭ উইকেট হারিয়ে শ্রীলঙ্কার সামনে ১৭৮ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ।

ডাম্বুলায় টস হেরে আজ আগে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। এই ম্যাচের একাদশে একটি তিনটি পরিবর্তন এনেছে তারা। মোহাম্মদ নাঈমের জায়গায় মিডল অর্ডার ব্যাটার হিসেবে এসেছেন জাকের আলি। এছাড়া একাদশে ঢুকেছেন মোস্তাফিজুর রহমান এবং শরিফুল ইসলাম। আর একাদশ থেকে ছিটকে গেছেন তাসকিন আহমেদ ও তানজিম হাসান সাকিব।

ব্যাটিংয়ের শুরুটা খুব বাজে হয় বাংলাদেশের । দলীয় ৭ রানেই বিদায় নেন দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমন। এরপর লিটন দাস হাল ধরেন। প্রথমে তাওহিদ হৃদয় (২৫ বলে ৩১ রান) ও পরে শামিম হোসেনকে নিয়ে দলকে ভালো অবস্থানে নিয়ে যান লিটন।  

এর মাঝে ২ বলে ১ রান করে বিদায় নেন মেহেদী হাসান মিরাজ। তবে সেই ধাক্কা সামলে নেন লিটন, শামিমকে নিয়ে। নিজে তুলে নেন দারুণ এক ফিফটি। দলকে ১৫৫ রানে রেখে তিনি যখন বিদায় নেন, বাংলাদেশের স্কোর তখন ১৫৫/৫। লিটন থামেন ৫০ বলে ৭৬ রান করে। ইনিংসে ৫টি ছক্কা ও ১টি চার হাঁকান তিনি।  

লিটন ১৯তম ওভারের প্রথম বলে বিদায় নিলেও শামিম ব্যাটে ঝড় তুলতে শুরু করেন। কিন্তু শেষ ওভারে পর পর দুই বলে শামিম ও জাকের আলি (৩) রানআউট হয়ে  বিদায় নিলে সংগ্রহ বেশি বড় করতে পারেনি বাংলাদেশ। শামিম ১৭৭.৭৮ স্ট্রাইক রেটে ৫ চার ও ১ ছক্কায় ২৭ বলে ৪৮ রান করেন।  

এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।