ঢাকা, সোমবার, ৩০ আষাঢ় ১৪৩২, ১৪ জুলাই ২০২৫, ১৮ মহররম ১৪৪৭

ক্রিকেট

ডি ভিলিয়ার্স অনুপ্রেরণা, ঝুঁকি নিতে পছন্দ করেন শামীম

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৫১, জুলাই ১৪, ২০২৫
ডি ভিলিয়ার্স অনুপ্রেরণা, ঝুঁকি নিতে পছন্দ করেন শামীম শামীম হোসেন (ইনসেটে ডি ভিলিয়ার্স)/সংগৃহীত ছবি

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে ঘুরে দাঁড়ানোর দৃঢ় আত্মবিশ্বাস দেখালেন বাংলাদেশের তরুণ ব্যাটার শামীম হোসেন পাটোয়ারী। বললেন, এবি ডি ভিলিয়ার্সের ব্যাটিং তাঁর অনুপ্রেরণা, আর তাঁর মতো করেই ইতিবাচক মানসিকতা ধরে রাখতে চান তিনি।

রবিবার (১৩ জুলাই) দ্বিতীয় টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কাকে ৮৩ রানে হারিয়ে তিন ম্যাচ সিরিজে সমতা ফেরায় বাংলাদেশ। ১৭৭ রানের লক্ষ্যে খেলতে নেমে শ্রীলঙ্কা গুটিয়ে যায় মাত্র ৯৩ রানে। ব্যাটে-বলে অলরাউন্ড পারফরম্যান্সেই এ জয় আসে লিটন দাসের দলের।

ম্যাচ শেষে শামীম বলেন, “সবার আগে ম্যাচটা জিতেছি, এটা সবচেয়ে বড় আনন্দের। এখন সিরিজ ১-১, আর আমাদের সামনে সিরিজ জেতার সুযোগ তৈরি হয়েছে। ইনশাআল্লাহ, ভালো খেলতে পারলে সিরিজ জিতব। ”

বাংলাদেশের ইনিংসে বড় ভূমিকা রাখে লিটন দাসের ৫০ বলে ৭৬ রানের ঝলমলে ইনিংস। ইনিংসটি সাজানো ছিল পাঁচটি বিশাল ছক্কায়। চতুর্থ উইকেটে ৭৮/৪ থেকে লিটন দাস ও তৌহিদ হৃদয় গড়েন ৬৯ রানের গুরুত্বপূর্ণ এক জুটি।

এ নিয়ে শামীম বলেন, “লিটন ভাই দারুণ ব্যাটিং করেছেন। এটা টার্নিং পয়েন্ট ছিল। শুরুটা ভালো হওয়ায় আমরা শেষটাও ভালো করতে পেরেছি। কখনও কখনও একটু ধীরগতির খেলাও দরকার হয়। ওই সময়ে একটা ভালো জুটি দরকার ছিল। কারণ, আমাদের পরেও ভালো ব্যাটার ছিল। হাতে উইকেট থাকলে আমরা পরে রান তুলে নিতে পারি। লিটন ভাই আর হৃদয় ভাইয়ের ওই জুটিটা খুবই গুরুত্বপূর্ণ ছিল। ”

নামার ছয়ে নেমে ২৭ বলে ঝড়ো ৪৮ রান করেন শামীম। নিজের ব্যাটিং পজিশন নিয়ে আত্মবিশ্বাসী শামীম জানালেন, এই জায়গাতেই তিনি স্বচ্ছন্দ।

“আমি ব্যাটিং পজিশন নিয়ে চিন্তিত না। আমি যেখানেই খেলছি, সেখানে অনেক আত্মবিশ্বাসী বোধ করি। যখনই ব্যাটিংয়ে নামি, সবসময় ইতিবাচক থাকতে চাই। কেউ একজন তো ঝুঁকি নেবে, আমি চাই সেই দায়িত্বটা নিতে। ”

“আমি এবি ডি ভিলিয়ার্সের ব্যাটিং খুব পছন্দ করি। উনার মতো ইতিবাচক থাকার চেষ্টা করি। টি-টোয়েন্টি ক্রিকেটে পজিটিভ থাকা খুব গুরুত্বপূর্ণ। আমি বিশ্বাস করি, ইতিবাচক থাকলে ভালো ফল হবেই। ”

এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।