ঢাকা, শুক্রবার, ১৪ ভাদ্র ১৪৩২, ২৯ আগস্ট ২০২৫, ০৫ রবিউল আউয়াল ১৪৪৭

ক্রিকেট

আইসিসির জুন মাসের সেরা ক্রিকেটার মার্করাম 

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:০৮, জুলাই ১৪, ২০২৫
আইসিসির জুন মাসের সেরা ক্রিকেটার মার্করাম  ছবি: সংগৃহীত

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার পেলেন এইডেন মার্করাম। অস্ট্রেলিয়ার বিপক্ষে লর্ডসে ম্যাচ জেতানো সেঞ্চুরির পর আইসিসির জুন মাসের সেরা পুরুষ ক্রিকেটার নির্বাচিত হয়েছেন দক্ষিণ আফ্রিকান এই ব্যাটার।

 

সোমবার মাস সেরা পুরুষ ক্রিকেটারের নাম প্রকাশ করে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। জুন মাসের পুরুষ বিভাগের সংক্ষিপ্ত তালিকায় মার্করামের সঙ্গে ছিলেন তারই সতীর্থ কাগিসো রাবাদা এবং শ্রীলঙ্কার ওপেনার পাথুম নিসাঙ্কা।  

জুন মাসে একটি মাত্র টেস্ট ম্যাচ খেলেন মার্করাম। সেটি ছিল টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। প্রথম ইনিংসে শূন্য রানে ফেরার পর দ্বিতীয় ইনিংসে প্রোটিয়াদের জয়ের পথ দেখান। ২০৭ বলের মাপা ইনিংসে ১৩৬ রান করেন তিনি। তার ব্যাটেই ২৮২ রানের লক্ষ্য ৫ উইকেট হাতে রেখেই টপকে যায় দক্ষিণ আফ্রিকা। সেই জয়ে দীর্ঘ ২৭ বছর পর আইসিসির কোনো ট্রফি জেতে দলটি। শেষবার তারা জিতেছিল ১৯৯৮ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি।

শুধু ব্যাটেই নয়, ফাইনালে বল হাতেও অবদান রাখেন এই ওপেনার। দুই ইনিংসে একটি করে উইকেট নেন তিনি।

আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।