ঢাকা, বুধবার, ১২ ভাদ্র ১৪৩২, ২৭ আগস্ট ২০২৫, ০৩ রবিউল আউয়াল ১৪৪৭

ক্রিকেট

নারী আম্পায়ার জেসিকে অভিনন্দন জানাল মার্কিন দূতাবাস 

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৩৭, আগস্ট ২৭, ২০২৫
নারী আম্পায়ার জেসিকে অভিনন্দন জানাল মার্কিন দূতাবাস 

বাংলাদেশি নারী ক্রিকেট ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা করেছেন সাথিরা জাকির জেসি। প্রথম বাংলাদেশি নারী আম্পায়ার হিসেবে তিনি দায়িত্ব পালন করবেন আসন্ন ২০২৫ আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপে।

এই অর্জনের জন্য তাকে বিশেষভাবে অভিনন্দন জানিয়েছে ঢাকাস্থ মার্কিন যুক্তরাষ্ট্র দূতাবাস।  

এক অভিনন্দন বার্তায় দূতাবাস জানায়, ইন্টারন্যাশনাল ভিজিটর লিডারশিপ প্রোগ্রামের (আইভিএলপি) সাবেক শিক্ষার্থী জেসির সাফল্য কেবল বাংলাদেশ নয়, আন্তর্জাতিক অঙ্গনেও নারী উন্নয়ন ও নেতৃত্বের উদাহরণ হয়ে থাকবে। দূতাবাস আরও জানায়, আমেরিকান এক্সচেঞ্জ প্রোগ্রাম খেলাধুলাসহ বিভিন্ন মাধ্যমে বিশ্বব্যাপী সম্পর্ক স্থাপন ও উদ্ভাবনের সুযোগ তৈরি করে, আর জেসির এই সাফল্য তারই প্রতিফলন।  

আগামী বিশ্বকাপের দায়িত্ব পালন করতে যাওয়া জেসিকে শুধু বাংলাদেশের নারী ক্রিকেট নয় বরং পুরো ক্রীড়া অঙ্গনের জন্য বড় প্রাপ্তি হিসেবে দেখা হচ্ছে। নারী ক্রিকেটের অগ্রযাত্রায় এই অর্জনকে নতুন মাইলফলক হিসেবে বিবেচনা করা হচ্ছে।  

বিশ্বকাপের আগে ঘরের মাঠে নেদারল্যান্ডসের বিপক্ষে বাংলাদেশ জাতীয় দলের টি-টোয়েন্টি সিরিজে ম্যাচ অফিসিয়াল হিসেবে দায়িত্ব পালন করবেন জেসি। ফলে বিশ্ব আসরে দায়িত্ব নেওয়ার আগে আন্তর্জাতিক অভিজ্ঞতা সঞ্চয়ের সুযোগ পাবেন তিনি।  

এফবি/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।