ঢাকা, সোমবার, ১০ ভাদ্র ১৪৩২, ২৫ আগস্ট ২০২৫, ০১ রবিউল আউয়াল ১৪৪৭

ক্রিকেট

বিসিবিতে লম্বা ইনিংস খেলতে চান বুলবুল

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:২২, আগস্ট ২৫, ২০২৫
বিসিবিতে লম্বা ইনিংস খেলতে চান বুলবুল আমিনুল ইসলাম বুলবুল/সংগৃহীত ছবি

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতির দায়িত্ব নেওয়ার পর থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল।  

শুরুতেই তিনি জানিয়েছিলেন, এটি স্থায়ী কোনো পদ নয়—জাতীয় ক্রীড়া পরিষদের মনোনীত প্রতিনিধি হিসেবেই তিনি বোর্ডের শীর্ষপদে এসেছেন।

তবে সামনে বিসিবির নির্বাচন। তাই প্রশ্ন উঠেছিল—সভাপতি পদে প্রার্থী হবেন কি না? অবশেষে নারায়ণগঞ্জের ফতুল্লা স্টেডিয়ামে সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্পষ্ট জানিয়ে দিলেন বুলবুল, তিনি নির্বাচনে অংশ নিচ্ছেন না।

বুলবুল বলেন, ‘আমি তো আগেই বলেছি, আমি কখনো নির্বাচন করব না। নির্বাচন করার মতো প্রয়োজনীয় রসদ আমার নেই। ’

এদিকে ক্রিকেট অঙ্গনে গুঞ্জন উঠেছে—নির্বাচনের পরিবর্তে কি অ্যাডহক কমিটি গঠিত হবে? এ প্রসঙ্গেও অবস্থান পরিষ্কার করেছেন সভাপতি। তার ভাষায়, ‘আমি ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল (জাতীয় ক্রীড়া সংস্থা) থেকে এসেছি। তারা যদি আমাকে রাখতে চায়, আমি চেষ্টা করব। তবে বোর্ডের মূল কাজ হলো ক্রিকেট পরিচালনা। নির্বাচন নিয়মমতো সময়েই হবে। ’

দায়িত্ব নেওয়ার সময় বুলবুল বলেছিলেন, তিনি যেন একটি ‘টি-টোয়েন্টি ম্যাচ’ খেলতে এসেছেন। সেই প্রসঙ্গ টেনে তিনি যোগ করেন, ‘টি-টোয়েন্টি ক্রিকেট তো ১২০ বলের খেলা, দুই ওভারে শেষ হয়ে যায় না। সবকিছু পরিস্থিতির ওপর নির্ভর করে। এখন আমি লম্বা ইনিংস খেলার চেষ্টা করছি। ’

এফবি/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।