ঢাকা, মঙ্গলবার, ১১ ভাদ্র ১৪৩২, ২৬ আগস্ট ২০২৫, ০২ রবিউল আউয়াল ১৪৪৭

ক্রিকেট

দুই বছর পর জিম্বাবুয়ে দলে টেইলরের প্রত্যাবর্তন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:২৪, আগস্ট ২৬, ২০২৫
দুই বছর পর জিম্বাবুয়ে দলে টেইলরের প্রত্যাবর্তন ব্রেন্ডন টেইলর/সংগৃহীত ছবি

জিম্বাবুয়ের ক্রিকেটে বড় এক প্রত্যাবর্তন—অভিজ্ঞ ব্যাটার ব্রেন্ডন টেইলর ফিরছেন জাতীয় দলে। শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের ওয়ানডে সিরিজকে সামনে রেখে ঘোষিত ১৬ সদস্যের দলে নাম এসেছে তার।

 

সর্বশেষ ২০২১ সালের সেপ্টেম্বর আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে খেলেছিলেন টেইলর। তার ফেরা নিয়ে জিম্বাবুয়ে নির্বাচক কমিটির কনভেনর ডেভিড মুতেন্দেরা বলেছেন, ‘ব্রেন্ডনের অভিজ্ঞতা ও মান চাপের মুহূর্তে অমূল্য। তার উপস্থিতি ড্রেসিংরুমে নতুন উদ্দীপনা যোগ করবে। ’

এবারের দলে পেস আক্রমণেও মিলেছে বাড়তি শক্তি। চোট কাটিয়ে ফিরেছেন রিচার্ড এনগারাভা, তার সঙ্গে আছেন ব্লেসিং মুজারাবানি। পাশাপাশি নতুন চার মুখও যুক্ত হয়েছেন—ক্লাইভ মাদান্দে, টনি মুনিওঙ্গা, ব্র্যাড ইভান্স এবং অভিষেকের অপেক্ষায় থাকা সিমার আর্নেস্ট মাসুকু।

দলকে নেতৃত্ব দেবেন অভিজ্ঞ ক্রেগ আরভিন। তিনি বলেছেন, ‘লাল বল থেকে সাদা বলে মানিয়ে নেওয়া সবসময়ই কঠিন। শ্রীলঙ্কার মতো প্রতিপক্ষের বিপক্ষে সেটা আরও বড় পরীক্ষা। আমাদের নিজেদের পরিকল্পনায় বিশ্বাস রাখতে হবে এবং ঘরের মাঠের সুবিধা কাজে লাগাতে হবে। ’

সিরিজের দুই ম্যাচ হবে আগামী ২৯ ও ৩১ আগস্ট, হরারে স্পোর্টস ক্লাবে।

দল নিয়ে আশাবাদী প্রধান কোচ জাস্টিন স্যামন্সও। তিনি বলেছেন, ‘শ্রীলঙ্কা শক্তিশালী ওয়ানডে দল। কোনো ভুল করলে তারা শাস্তি দেবে। তাই প্রথম বল থেকেই আমাদের শার্প থাকতে হবে। ’

জিম্বাবুয়ের ওয়ানডে দল:

ক্রেইগ আরভিন (অধিনায়ক), ব্রায়ান বেনেট, সিকান্দার রাজা, ব্রেন্ডন টেইলর, শন উইলিয়ামস, জনাথন ক্যাম্পবেল, বেন কারান, ব্র্যাড ইভান্স, ট্রেভর গওয়ান্ডু, ওয়েসলি মাধেভেরে, ক্লাইভ মাদান্দে, আর্নেস্ট মাসুকু, টনি মুনিয়োঙ্গা, ব্লেসিং মুজারাবানি, রিচার্ড এনগারাভা ও নিউম্যান নিয়ামহুরি।

এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।