জেসন হোল্ডারের অলরাউন্ড নৈপুণ্যে রোমাঞ্চকর জয় পেল ওয়েস্ট ইন্ডিজ। বল হাতে চার উইকেট নেওয়ার পর শেষ বলে চার মেরে দলকে এনে দিলেন দুই উইকেটের নাটকীয় জয়।
ফ্লোরিডায় টস জিতে ব্যাট করে পাকিস্তান করে ৯ উইকেটে ১৩৩ রান। হোল্ডার ৪ ওভারে মাত্র ১৯ রানে নেন ৪ উইকেট। তবে জবাবে ব্যাট করতে নেমে রান তাড়া করতেও ভুগেছে ওয়েস্ট ইন্ডিজ। পাকিস্তানের স্পিনারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে নিয়মিত উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ক্যারিবীয়রা।
ম্যাচ জমে ওঠে একেবারে শেষ দিকে। গুদাকেশ মোতিই ২০ বলে ২৮ ও রোমারিও শেফার্ড ১১ বলে ১৫ রান করে ম্যাচে ফেরান দলকে। শেষ দুই ওভারে দরকার ছিল ১৮ রান। হাসান আলির ওভারে শেফার্ড মারেন দুটি বাউন্ডারি।
শেষ ওভারে প্রয়োজন ছিল ৮ রান। শাহিন শাহ আফ্রিদি দ্বিতীয় বলেই শেফার্ডকে আউট করে পাকিস্তানকে ম্যাচে ফেরান। এরপর টানা তিন বল থেকে আসে কেবল তিনটি সিঙ্গেল।
শেষ বলে দরকার ছিল তিন রান। আফ্রিদির করা ওয়াইডে দরকার দাঁড়ায় দুই। চাপের মুখে জেসন হোল্ডার ব্যাকওয়ার্ড স্কয়ার লেগ দিয়ে চার মেরে দলের ছয় ম্যাচের পরাজয়ের ধারা থামান।
বল হাতে ৪ উইকেট, ব্যাট হাতে ১০ বলে ১৬ রান করা হোল্ডার হয়েছেন ম্যাচসেরা।
ম্যাচ শেষে হোল্ডার বলেন, 'আমরা অনেক সমালোচনার মুখে পড়েছি, আর সেটা স্বাভাবিকও। আমরা নিজেদের সামর্থ্যের প্রতি সুবিচার করতে পারিনি। ধারাবাহিকতা আমাদের বড় সমস্যা। '
অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ বলেন, 'গত কয়েক সপ্তাহ আমাদের জন্য কঠিন কেটেছে। তবে ছেলেরা কঠোর পরিশ্রম করেছে, আশা করছি এখান থেকেই ঘুরে দাঁড়াতে পারব। '
এর আগে প্রথম ম্যাচে ১৪ রানে জিতেছিল পাকিস্তান। তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি রোববার লডারহিলে অনুষ্ঠিত হবে। এরপর দুই দল ওয়ানডে সিরিজ খেলবে ক্যারিবিয়ানে।
এমএইচএম