আসন্ন টি-টোয়েন্টি এশিয়া কাপের ভেন্যু ও ম্যাচের সময়সূচি প্রকাশ করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। এবারের আসরটি অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতের দুবাই ও আবুধাবিতে।
১৯ দিনের এই টুর্নামেন্টে মোট ১৯টি ম্যাচ হবে। তবে ব্যতিক্রম একটি দিন—১৫ সেপ্টেম্বর, যেখানে দুটি ম্যাচ একদিনেই অনুষ্ঠিত হবে। প্রথম ম্যাচে মুখোমুখি হবে স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত ও ওমান, ম্যাচ শুরু স্থানীয় সময় ৪:৩০টায় (বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৬টা)। দ্বিতীয় ম্যাচে খেলবে শ্রীলঙ্কা ও হংকং, শুরু রাত ৮টায়। ফলে ম্যাচ দুটির কিছু অংশ একে অপরের সঙ্গে ওভারল্যাপ করবে।
বাংলাদেশের প্রথম পর্বের ম্যাচসূচি ইতিমধ্যেই প্রকাশ পেয়েছে।
১১ সেপ্টেম্বর: বাংলাদেশ বনাম হংকং
১৩ সেপ্টেম্বর: বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা
১৬ সেপ্টেম্বর: বাংলাদেশ বনাম আফগানিস্তান
গ্রুপ পর্ব শেষে যদি ভারত ও পাকিস্তান গ্রুপের শীর্ষ দুই দল হয়, তাহলে সুপার ফোর পর্বে তারা আবার মুখোমুখি হবে ২১ সেপ্টেম্বর। ভারতের বাকি সুপার ফোর ম্যাচগুলোর তারিখ নির্ভর করবে তাদের গ্রুপে অবস্থানের ওপর।
এবারের আসরে অংশ নিচ্ছে আটটি দল—ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ, আফগানিস্তান, সংযুক্ত আরব আমিরাত, ওমান ও হংকং। ফাইনাল অনুষ্ঠিত হবে ২৯ সেপ্টেম্বর, দুবাইয়ে।
পুরুষদের এশিয়া কাপ ২০২৫: সম্পূর্ণ সূচি (টি-টোয়েন্টি ফরম্যাট)
আয়োজক দেশ: সংযুক্ত আরব আমিরাত
ভেন্যু: দুবাই ও আবুধাবি
সময়সূচি: ৯ সেপ্টেম্বর – ২৮ সেপ্টেম্বর ২০২৫
ম্যাচ শুরু: স্থানীয় সময় সন্ধ্যা ৬টা (বাংলাদেশ সময় রাত ৮টা)
গ্রুপ পর্ব
৯ সেপ্টেম্বর – আফগানিস্তান বনাম হংকং (আবুধাবি)
১০ সেপ্টেম্বর – ভারত বনাম সংযুক্ত আরব আমিরাত (দুবাই)
১১ সেপ্টেম্বর – বাংলাদেশ বনাম হংকং (আবুধাবি)
১২ সেপ্টেম্বর – পাকিস্তান বনাম ওমান (দুবাই)
১৩ সেপ্টেম্বর – বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা (আবুধাবি)
১৪ সেপ্টেম্বর – ভারত বনাম পাকিস্তান (দুবাই)
১৫ সেপ্টেম্বর –ইউএই বনাম ওমান (আবুধাবি)
শ্রীলঙ্কা বনাম হংকং (দুবাই)
১৬ সেপ্টেম্বর – বাংলাদেশ বনাম আফগানিস্তান (আবুধাবি)
১৭ সেপ্টেম্বর – পাকিস্তান বনাম সংযুক্ত আরব আমিরাত (দুবাই)
১৮ সেপ্টেম্বর – শ্রীলঙ্কা বনাম আফগানিস্তান (আবুধাবি)
১৯ সেপ্টেম্বর – ভারত বনাম ওমান (আবুধাবি)
সুপার ফোর পর্ব
২০ সেপ্টেম্বর – বি১ বনাম বি২ (দুবাই)
২১ সেপ্টেম্বর – এ১ বনাম এ২ (দুবাই)
২৩ সেপ্টেম্বর – এ২ বনাম বি১ (আবুধাবি)
২৪ সেপ্টেম্বর – এ১ বনাম বি২ (দুবাই)
২৫ সেপ্টেম্বর – এ২ বনাম বি২ (দুবাই)
২৬ সেপ্টেম্বর – এ১ বনাম বি১ (দুবাই)
ফাইনাল
২৮ সেপ্টেম্বর – ফাইনাল (দুবাই)
এমএইচএম