ঢাকা, শনিবার, ৮ ভাদ্র ১৪৩২, ২৩ আগস্ট ২০২৫, ২৮ সফর ১৪৪৭

ক্রিকেট

সিপিএলে আবার ব্যর্থ সাকিব, হেরেছে তার দলও

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:০৪, আগস্ট ২৩, ২০২৫
সিপিএলে আবার ব্যর্থ সাকিব, হেরেছে তার দলও সাকিব আল হাসান/সংগৃহীত ছবি

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) ব্যাট-বল হাতে আবারও হতাশ করলেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান।  

শনিবার অ্যান্টিগার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের বিপক্ষে বড় ব্যবধানে পরাজিত হয়েছে সাকিবের দল অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনস।

প্রথমে ব্যাট করতে নেমে গায়ানা নির্ধারিত ২০ ওভারে তোলে ২১১ রান। জবাবে ব্যাট হাতে নেমে ফ্যালকনস গুটিয়ে যায় মাত্র ১২৮ রানে। ফলে সাকিবদের দল হেরে বসে ৮৩ রানের ব্যবধানে।

সাকিব বল হাতে পান মাত্র ২ ওভারের সুযোগ, খরচ করেন ১৬ রান, তবে কোনো উইকেট পাননি। ব্যাট হাতে নামেন পাঁচ নম্বরে, খেলেন ৭ বলে ৮ রানের ইনিংস। শেষ পর্যন্ত ইমরান তাহিরের বলে স্টাম্পিং হয়ে ফেরেন সাজঘরে।

এবারের সিপিএলে চার ম্যাচে সাকিবের রান মাত্র ৩৯ এবং বল হাতে এখন পর্যন্ত একটি উইকেট। টুর্নামেন্ট জুড়েই যেন অফফর্মের মধ্যে ঘুরপাক খাচ্ছেন তিনি।

অন্যদিকে গায়ানার ইনিংসে শাই হোপ খেলেন ৫৪ বলে ৮২ রানের অসাধারণ ইনিংস। শিমরন হেটমায়ার ঝড় তুলেন ২৬ বলে ৬৫ রান করে। আর রোমারিও শেফার্ড শেষদিকে মাত্র ৮ বলে যোগ করেন দ্রুত ২৫ রান।

ফ্যালকনসের ব্যাটিংয়ে কিছুটা লড়াই করেন কারিমা গোর, ১৪ বলে খেলেন ৩১ রানের ঝড়ো ইনিংস। তবে ইমরান তাহিরের ঘূর্ণিতে ভেঙে পড়ে পুরো দল। অভিজ্ঞ লেগস্পিনার ৪ ওভারে ২১ রান দিয়ে তুলে নেন ৫ উইকেট।

এটি এবারের আসরে ফ্যালকনসের দ্বিতীয় হার। পাঁচ ম্যাচে তাদের জয় দুটি, আর একটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে। ৫ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে শীর্ষেই আছে তারা। অন্যদিকে ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে দুইয়ে অবস্থান গায়ানার।

এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।