দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দারুণ লড়াই করেও জয়ের দেখা পেল না বাংলাদেশ নারী ক্রিকেট দল। মাত্র ৩ উইকেটে হেরে মাঠ ছাড়তে হয়েছে নিগার সুলতানা জ্যোতিদের।
ম্যাচ শেষে হারলেও দল নিয়ে গর্ব করেছেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।
তিনি বলেন, 'আমি হতাশ না, আমি গর্বিত। যেভাবে মেয়েরা প্রতিটা বলের জন্য লড়াই করেছে, সেটাই আমাদের শক্তি। তারা তাদের শতভাগ দিয়েছে মাঠে। ফল আমাদের পক্ষে না এলেও, মেয়েদের প্রচেষ্টা নিয়ে আমি সন্তুষ্ট। '
ক্যাচ মিস নিয়ে জ্যোতি বলেন, 'যদি ক্যাচগুলো ধরতে পারতাম, ফল ভিন্ন হতে পারত। আসলে ওটাই পার্থক্য গড়ে দিয়েছে। ফল পক্ষে এলে এটা বড় মুহূর্ত হতে পারত। '
তিনি আরও যোগ করে বলেন, 'আমাদের হতাশ হওয়া উচিত না। কারণ শো শেষ হয়নি। এখান থেকে সামনে ম্যাচগুলোর দিকে তাকাতে হবে। নিজেদের পারফরম্যান্স আরও উন্নত করতে হবে। আমি শুরু থেকেই বলেছি, নিজেদের পারফরম্যান্স নিয়েই আমাদের ভাবতে হবে। এটি আমাদের শেষ ম্যাচ নয়। এখান থেকে বাকি ম্যাচগুলো মাথা উঁচু করে খেলার চেষ্টা করব। '
এফবি/জেএইচ