ঢাকা, বুধবার, ৮ আশ্বিন ১৪৩২, ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০১ রবিউস সানি ১৪৪৭

ক্রিকেট

শ্রীলঙ্কাকে হারিয়ে সুপার ফোরে পাকিস্তানের দারুণ জয়

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:৫৬, সেপ্টেম্বর ২৪, ২০২৫
শ্রীলঙ্কাকে হারিয়ে সুপার ফোরে পাকিস্তানের দারুণ জয় ছবি: সংগৃহীত

আবু ধাবিতে এশিয়া কাপের সুপার ফোরে পাকিস্তান ও শ্রীলঙ্কার ম্যাচটা পরিণত হলো এক নাটকীয় লড়াইয়ে। টানটান উত্তেজনায় ভরা ম্যাচে ৫ উইকেট হাতে রেখে জয়ের হাসি হাসল পাকিস্তান।

প্রথমে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা গড়তে পারেনি বড় সংগ্রহ। ইনিংসের শুরুতেই শাহীন শাহ আফ্রিদির আগুনে বোলিংয়ে চাপে পড়ে যায় লঙ্কানরা। কুশাল মেন্ডিস (০) শূন্য রানে ফিরলে, পাথুম নিসাঙ্কা (৮) ও কুশাল পেরেরা (১৫) ছোট ছোট ইনিংস খেলে বিদায় নেন। তবে এক প্রান্ত আগলে রাখেন কামিন্দু মেন্ডিস। ৪৪ বলে ৫০ রানের ঝলমলে ইনিংসে দলকে লড়াইয়ে রাখেন তিনি। শেষদিকে চামিকা করুনারত্নে (অপরাজিত ১৭) কিছুটা ভরসা দিলেও ২০ ওভারে শ্রীলঙ্কার ইনিংস থামে ৮ উইকেটে ১৩৩ রানে।

পাকিস্তানের হয়ে শাহীন আফ্রিদি ছিলেন দুর্দান্ত। ৪ ওভারে ২৮ রান খরচায় তুলে নেন ৩ উইকেট। হুসেইন তালাত নিয়েছেন ২ উইকেট, হারিস রউফও শিকার করেন ২টি। তবে সবচেয়ে কৃপণ ছিলেন স্পিনার আব্রার আহমেদ। ৪ ওভারে মাত্র ৮ রান খরচায় নেন একটি গুরুত্বপূর্ণ উইকেট।

টার্গেট তাড়া করতে নেমে পাকিস্তানের শুরুটা দারুণ হলেও দ্রুতই ধাক্কা খায়। সাহিবজাদা ফারহান ঝড়ো ২৪ রান করে ফিরলে ফখর জামান (১৭), সাইম আইয়ুব (২) ও সালমান আগা (৫) দ্রুত আউট হয়ে যায়। স্কোরবোর্ডে তখন ৪ উকেটে ৫৭। ম্যাচে শ্রীলঙ্কাই এগিয়ে। মোহাম্মদ হারিসও বড় ইনিংস খেলতে পারেননি, আউট হয়েছেন ব্যক্তিগত ১৩ রানে।

সেখান থেকে ম্যাচ ঘুরিয়ে দেন দুই অলরাউন্ডার হুসেইন তালাত ও মোহাম্মদ নওয়াজ। তালাত শান্ত মাথায় খেলেন অপরাজিত ৩২ রানের ইনিংস৷ নওয়াজ ঝড় তুলে ২৪ বলে ৩৮ রান করেন। শেষদিকে তাদের জুটির ব্যাটে ১৮তম ওভারেই ১৩৮ রান স্পর্শ করে পাকিস্তান, হাতে থাকে ৫ উইকেট।

শ্রীলঙ্কার হয়ে মাহিশ থিকশানা ২৪ রানে ২ উইকেট ও ওয়ানিন্দু হাসারাঙ্গা ২৭ রানে ২ উইকেট তুলে চেষ্টা করলেও শেষ পর্যন্ত ফল ঘুরিয়ে আনতে পারেননি।

এফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ক্রিকেট এর সর্বশেষ