ঢাকা, রবিবার, ৩ কার্তিক ১৪৩২, ১৯ অক্টোবর ২০২৫, ২৬ রবিউস সানি ১৪৪৭

ক্রিকেট

স্পিন শক্তি আরও বাড়াতে ওয়ানডে দলে ফিরলেন নাসুম

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:০৯, অক্টোবর ১৯, ২০২৫
স্পিন শক্তি আরও বাড়াতে ওয়ানডে দলে ফিরলেন নাসুম

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে বাজিমাত করেছে স্পিনাররা। সেই স্পিন শক্তি আরও বাড়াতে এবার স্কোয়াডে যুক্ত হলের নাসুম আহমেদ।

তিন ম্যাচ সিরিজের বাকি দুই ম্যাচের জন্য তাকে দলে যুক্ত করেছেন নির্বাচকরা।  

আগের ১৬ সদস্যের স্কোয়াডে স্পিন বিভাগে ছিলেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ (অফ স্পিন), তানভির ইসলাম (বাঁহাতি স্পিন) ও রিশাদ হোসেন (লেগ স্পিন)। প্রথম ম্যাচে তিনজনই ছিলেন একাদশে। রিশাদ ৬ উইকেট নিয়ে হয়েছিলেন ম্যাচের নায়ক, মিরাজ ছিলেন অত্যন্ত সাশ্রয়ী; ১০ ওভারে ১ উইকেটের বিপরীতে দেন মাত্র ১৬ রান। তবে তানভির ইসলাম উইকেট পেলেও প্রত্যাশামতো প্রভাব রাখতে পারেননি।

এবার নাসুমকে দলে নেওয়ায় স্পিন আক্রমণে আরও এক বাঁহাতি বিকল্প পাবে বাংলাদেশ। তানভিরের পরিবর্তে সুযোগ পাওয়ার সম্ভাবনা যেমন আছে, তেমনি উইকেট যদি আগের মতোই স্পিনবান্ধব থাকে, তবে বাড়তি স্পিনার খেলানোর দিকেও নজর দিতে পারে টিম ম্যানেজমেন্ট। কারণ, প্রথম ম্যাচে তাসকিন আহমেদ বল করেছিলেন মাত্র দুই ওভার।

৩০ বছর বয়সী নাসুম বাংলাদেশের হয়ে সর্বশেষ ওয়ানডে খেলেছিলেন গত ডিসেম্বরে, প্রতিপক্ষ তখনও ওয়েস্ট ইন্ডিজ। এর আগে ১৮ ওয়ানডে খেলে তার ঝুলিতে রয়েছে ১৬ উইকেট। সম্প্রতি আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে অসাধারণ বোলিং করে ‘ম্যান অব দ্য সিরিজ’ হয়েছিলেন তিনি।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে ৭৪ রানের জয়ে এগিয়ে বাংলাদেশ। দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে মঙ্গলবার ও বৃহস্পতিবার।

আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।